• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯
সর্বশেষ :
৩২ বছরে দৈনিক পত্রদূত: ব্যাংদহায় প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ ভোটে নিরাপত্তা নিয়ে শংকা নেই, উৎসবমুখর দিন হবে ইনশাল্লাহ : জেলা প্রসাশক আফরোজা আখতার নির্বাচিত হলে আপনার প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা: ড. মনিরুজ্জামান সাতক্ষীরায় ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্টে দুই যুবকের মৃত্যু মফস্বলের সাংবাদিকতা বনাম বাস্তবতা : আহসান রাজীব সাতক্ষীরা-২ আসনের অলিগলিতে ঘুরে ভোট চাচ্ছেন সাবেক এমপি আশরাফুজ্জামান আশু কৃষ্ণনগরে ফুটবল প্রতীকের জনসভায় নজরকাড়া উপস্থিতি দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরায় বিএনপির ২২ নেতাকর্মী বহিষ্কার আশাশুনিতে আঘাতে নিহত মোটরসাইকেল চালক ইসমাইল হোসেনের জানাজা সম্পন্ন ডুমুরিয়ায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা

দেবহাটার খলিশাখালীতে ভুমিহীনদের উপরে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৫৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খলিশাখালী ভুমিহীন জনপদে গত কয়েকদিন ধরে লুটপাট, হামলা ও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। খলিশাখালী এলাকায় ভুমিহীন জনতার ঘরে আগুন, গুলি ও বোমা বর্ষণ, হামলা ও লুটপাটের প্রতিবাদে শনিবার ১৭ আগষ্ট দুপুর ১টায় ভূমিহীনদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভুমিহীন সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় বক্তব্য রাখেন বাবলু হোসেন, আঃগফুর, মহিলা নেত্রী মমতাজ বেগম প্রমুখ। এসময় তারা বলেন, এ এলাকায় ভূমিহীনরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। গত কয়েকদিন আগে একশ্রীনির বাহিনী ভুমিহীনদের বসতঘরে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দেয়। এলোপাতাড়ি ভাবে গুলি ও বোমা বর্ষন করে। এতে নারী-পুরুষসহ কয়েকজন মারাত্বকভাবে আহত হয়।
এক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে অত্যাচারী বাহিনী ভুমিহীন জনতাদের উপর গুলি ও বোমা বর্ষণ ঘটায় বলে তারা উল্লেখ করেন। এরপরেও হামলাকারীরা ভুমিহীনদের উপর একের পর এক নানাভাবে হয়রানি ও ক্ষতি করেই চলেছে। সমাবেশে তারা সঠিক তদন্ত করে ভূমিহীনদের আবাসস্থল রক্ষা ও তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ ও ব্যবস্থা গ্রহনের আবেদন জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com