• শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০২:১২
সর্বশেষ :
খুলনায় অভ্যন্তরীন বাস্তুচ্যুত অভিবাসী জনগোষ্ঠীদের সাথে লিংকেজ মিটিং আশাশুনি সেনাবাহিনীর সাহসী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ডালিম আটক দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার মাতার ইন্তেকাল, শোক প্রকাশ শ্যামনগরে খুচরা সার ডিলারদের মানববন্ধন তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত সাতক্ষীরার নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার না.গঞ্জ সদরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন ডিসি রায়হান কবির সাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শীতের আগমনীতে কুমড়া বড়ি দিতে ব্যস্ত সময় পার করছে ডুমুরিয়ার গৃহিণীরা

কালিগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজান ও সম্পাদক নাজমুল ইসলাম

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি / ৬৪৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
সভাপতি গাজী মিজান ও সম্পাদক নাজমুল ইসলাম

কালিগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রংধনু কমিউনিটি সেন্টারে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মিজানূর রহমানের সঞ্চালনায প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও  সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ইউনুছ আলী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমানুল্ল্যহ আমান‌।এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন  সাতক্ষীরা জেলা শিক্ষক -কর্মচারী কল্যান সমিতির সভাপতি কৃষ্ণনান্দ  মুখার্জী,আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আরিফুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: মোমিনুল ইসলাম,সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো:মিজানুর রহমান,কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  মো: বাকী বিল্লাহ ,তালা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: সজিবউদ্দৌলা প্রমুখ।

 

অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় হতে  দু’জন করে ডেলিগেট হিসেবে মোট ৭৪ জন ভোটার মধ্যে ৬৫ জন ভোটারের উপস্থিতে এবং ভোট প্রদানের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নাজমুল ইসলাম ৪৬ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী রহমতপুর নবযুগ শিক্ষা সোপানে সহকারী শিক্ষক মো: আফজাল হোসেন পেয়েছেন ১৯ ভোট। তিন জন নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করেন।প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আমানুল্ল্যাহ আমান,অপর দুই নির্বাচন কমিশনার হলেন সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি কৃষ্ণনান্দ মুখার্জী ও সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: মোমিনুল ইসলাম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com