• রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯
সর্বশেষ :
নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক তালায় কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেবহাটার কোঁড়া ফোরকানিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিরতণ বাবুখালীর ইতিহাস ঐতিহ্য বইয়ের মোড়ক উন্মোচন ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া কর্ণফুলীতে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা পেল ১১৭জন যাত্রী উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বালুইগাছায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের গলায় দড়ি দিয়ে আ*ত্মহ*ত্যা

বগুড়ায় বিস্তৃর্ণ মাঠজুড়ে আমনের সবুজের সমারোহ

বগুড়া প্রতিনিধি / ২০৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
মাঠজুড়ে আমনের সবুজের সমারোহ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের ক্ষেতে সবুজের সমারোহ। মাঠে মাঠে বাতাসে সবুজ ধান দুলছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে এ উপজেলায় মোট ১১ হাজার ৭শ’ হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে উফসী ১১ হাজার ৪শ’ হেক্টর, হাইব্রিড ৩শ’ হেক্টর। এতে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার ৮শ’ মেট্রিকটন। উপজেলায় একটু বিলম্বে হলেও কৃষকরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেই আমন ধানের চারা রোপণ করেছেন।
চারাগুলো এখন বড় হয়ে বিস্তৃর্ণ মাঠজুড়ে সবুজের আকার ধারণ করেছে। মাঠজুড়ে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ।
উপজেলা সদরের পশ্চিম বোরাই গ্রামের কৃষক হাফেজ আব্দুল হালিম, সাজ্জাত হোসেন, রশিদ সরদার, গোবিন্দপুরের আমষট্ট গ্রামের আফজাল হোসেন, মতিয়ার রহমান দেওয়ান জানান, আবহাওয়া অনুকূলে থাকায় সার ও বীজের কোন সংকট না হওয়ায় এবার প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে আমনের বাম্পার ফলন হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম জানান, উপজেলায় একটু বিলম্বে হলেও কৃষকরা লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন চাষ করেছেন। সারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফলে উপজেলায় সারের কোন সংকট নেই। এছাড়াও প্রাকৃতিক বড় ধরনের কোন দুর্যোগ না হলে এবার আমনের বাম্পার ফলন হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com