• মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০২:১০
সর্বশেষ :
নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত ডুমুরিয়ায় কোটি কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদন ডুমুরিয়ায় বিশেষ অভিযানে পুশকৃত চিংড়ি জব্দ, অর্থদণ্ড তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত! নারায়ণগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন উপলক্ষে সভা পাইকগাছায় শীতের শুরুতে বাড়ছে লেপ-তোশকের চাহিদা ডুমুরিয়ায় নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আলোচনা সভা অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা উপলক্ষে মাগুরা-২ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

বগুড়ায় কলেজছাত্র শান্ত হ ত্যা মামলার আ সা মি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি / ৬১৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ায় কলেজছাত্র আজহারুল ইসলাম শান্ত (২৪) হত্যা মামলায় জড়িত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার রাত দেড়টার দিকে শহরের চকফরিদ মুন্সিপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে মেহেদী হাসান (২৪) কে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মেহেদী হাসান চকফরিদ মুন্সিপাড়ার মৃত গাজীবুর রহমানের ছেলে। তিনি শান্ত হত্যা মামলার ৬ নম্বর আসামি। জানা গেছে, গত ২ মার্চ বিকাল সাড়ে ৪টায় শহরের চকফরিদ কলোনি এলাকায় যান শান্ত। এ সময় একদল দুর্বৃত্ত পথরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। পরে শান্তকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

পরে এ ঘটনায় নিহতের মা রাবেয়া খাতুন ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৯ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। আজহারুল ইসলাম শান্ত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুপতারা সাহাপাড়া এলাকার আবুল হোসেন আলীর ছেলে। তবে শান্ত দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে শহরের ফুলদিঘী এলাকায় ভাড়া বাসায় বাস করতেন। তিনি সৈয়দ আহম্মেদ কলেজে ডিগ্রিতে পড়াশোনার পাশাপাশি ইন্টারনেটের ব্যবসা করতেন।

 

বৃহস্পতিবার দুপুরে ডিবি বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্ত নামের ওই যুবক হত্যার পর নিহতের মা রাবেয়া খাতুন ১১জন নামীয় ও অজ্ঞাতনামা ৯-১০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। এরপর ডিবির চৌকস টিম আসামিদের গ্রেপ্তারে তৎপর হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত দেড়টার দিকে শহরের চকফরিদ মুন্সিপাড়া এলাকায় নিজ বাড়িতে ডিবির একটি টিম অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মেহেদী হাসানকে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com