• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:১২
সর্বশেষ :
তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক আওয়ামীলীগ নেতার নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা ডুমুরিয়ায় ব্যাবসায়ী সম্মেলন দেবহাটায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী বিএনপি ছেড়ে অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে ডুমুরিয়ায় ফুলকপির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতি প্রস্তুতিকালে আটক ২ বাউখোলায় ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি: কাজী আলাউদ্দিন খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী

ডুমুরিয়ায় স্কাউট ইউনিট লিডার রিফ্রেশার্স কোর্স উপলক্ষে আলোচনা সভা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ১৩০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
ডুমুরিয়ায় আলোচনা সভা

প্রধান অতিথির বক্তব্যে স্কাউটের সম্পর্কে বলেন, স্কাউটিংয়ের মূল লক্ষ্য হলো একজন শিশু, কিশোর ও যুবকদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক বিকাশ সাধন করা। এসবের মাধ্যমে একজন স্কাউট নিজেকে তৈরি করে মেধা ও শ্রম দিয়ে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একজন সুন্দর, সং, যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে এই প্রত্যাশা করেন তিনি।

 

বিশ্ব স্কাউট সংস্থার সদস্য ১৭৩টি দেশ। আর সারা বিশ্বে স্কাউট সদস্য প্রায় ৪৩ মিলিয়ন। এই রাষ্ট্রগুলোকে ছয়টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে এশিয়া প্যান প্যাসিফিক একটি অঞ্চল। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ৩০টি দেশ নিয়ে এ অঞ্চলটি গঠিত।  বাংলাদেশ স্কাউটস্, ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে স্কাউটস্, ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় ডুমুরিয়ায় ইউনিট লিডার রিফ্রেশার্স কোর্স  ২০২৪উপলক্ষে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ৭নভেম্বার  সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্বে মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস, ডুমুরিয়া উপজেলা শাখা, খুলনা ।

 

প্রধান অতিথি  মুহাম্মদ আল-আমিন, উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস্, ডুমুরিয়া উপজেলা শাখা,খুলনা। বিশেষ অতিথিবৃন্দ। দেবাশীষ কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস্, ডুমুরিয়া উপজেলা, খুলনা। মোঃ মনির হোসেন, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, ডুমুরিয়া, ডুমুরিয়া উপজেলা শাখা,খুলনা।  মোঃ জামাল উদ্দিন, এ.এল.টি, সহকারী পরিচালক, বাংলাদেশ স্কাউটস্, খুলনা অঞ্চল, খুলনা।

 

প্রশিক্ষকআশীষ বাকচী, স.ম নাজমুল বারী, দীনেশচন্দ্র মন্ডল, আনন্দ মন্ডল। শিক্ষক শহিদুল ইসলাম, গাজী আব্দুস সালাম, রবিউল ইসলাম লাবু প্রশি, দেবাশীষ চন্দ, মাহামুদুল হাসান, মনিরুল হক, রিয়াজুল ইসলামসহ স্কাউটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com