• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:২০
সর্বশেষ :
শরিফ ওসমান বিন হাদির হ*ত্যাকারীদের বিচারের দাবিতে তালায় বিক্ষোভ সাতক্ষীরায় ওসমান হাদীর গায়েবে জানাজা ও বিক্ষোভ, খুনিদের গ্রেফতারে প্রশাসনকে আল্টিমেটাম সাতক্ষীরায় প্লাস্টিক অদল-বদল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন শাহবাগের নাম শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ দেশবাসীকে কাদিয়ে না ফেরার দেশে ওসমান হাদি শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় সভা তালায় আম বাগান থেকে এক ব্যক্তির লা শ উদ্ধার

জামায়াতে ইসলামীর আয়োজনে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

দেবহাটায় জামায়াতে ইসলামীর আয়োজনে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক সংস্কারে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ নভেম্বর বিকাল ৪টায় সখিপুর মোড় থেকে পারুলিয়া কদবেলতলা পর্যন্ত ঘন্টাব্যাপী দীর্ঘ এই মানববন্ধনে হাজারো মানুষ অংশগ্রহণ করে।

 

এসময় মানববন্ধনের বিভিন্ন ব্যানারে অতি জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কাজ শুরু করার আহবান জানানো হয়। মানববন্ধনে পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত এক সমাবেশে দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম।

 

দেবহাটা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য আসাদুজ্জামান মুকুল, উপজেলা নায়েবে আমির মহিউদ্দিন মাহমুদ, উপজেলা সহকারী সেক্রেটারি সোলাইমান গাজী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ দেলোয়ার হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার ইসরাইল আশেক, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, উপজেলা জামায়াতের ইউনিট সদস্য দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, জিয়াউর রহমান, সাংবাদিক রাজু আহম্মেদ প্রমুখ।

 

এসময় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারে বৈষম্য দুর করে অবিলম্বে রাস্তাটি সংস্কার করার আহবান জানান। অবিলম্বে সংস্কারের কাজ শুরু করা না হলে রাস্তা অবরোধসহ আরো কর্মসূচী নেয়া হবে বলে তারা জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com