• মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৭:৩০
সর্বশেষ :
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা ডুমুরিয়ায় গ্রীষ্মকালীন খেলাধুলার প্রস্তুতিমূলক সভা মানষিক ভারসাম্যহীন মফিজুল ৩দিন ধরে নি’খোঁ’জ! যুবদলনেতা শামীম হ’ত্যার ঘা’ত’ক স্ত্রী বৃষ্টি ও শালক গ্রেফতার তালা হাসপাতালে রোগী নেওয়ার নাম করে ভ্যান চু’রি ব্রিটিশ শাসনামল ১৮৬৭সালে প্রতিষ্ঠিত পৌরসভা আবারো ফিরে পাওয়ার দাবী কালিগঞ্জে ধুলিয়াপুর হাইস্কুলে দু’র্নী’তি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রে’ফ’তা’র শ্যামনগরে নদীর চর দ’খ’ল করে গড়ে তোলা রিসোর্ট উচ্ছেদ করলো প্রশাসন আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী

মাওলানা ওজায়েরুল ইসলামের মাইক কেড়ে নিল এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি / ৩১৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

মাদ্রাসার দুর্নীতি অনিয়ম ও টাকা আত্মসাৎ এর কারণে এলাকাবাসীর মার মুখী প্রতিবাদের মুখে মাদ্রাসার সভাপতি পরিচয়দাতা মাওলানা ওজায়েরুল ইসলাম অনুষ্ঠান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এমন ঘটনা ঘটে গত ৩০ ডিসেম্বর (সোমবার) সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় আবাদ চন্ডিপুর দারুস সুন্নাত আলিম মাদ্রাসা মাঠে।

 

এলাকাবাসী জানায়, আবাদ চন্ডিপুর দারুস সুন্নাত আলিম মাদ্রাসার গতকাল ছিল ২০২৪ সালের মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষণার দিন।

 

উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে মাওলানা ওজায়েরুল ইসলাম অনুষ্ঠানের সভাপতি ঘোষণা দেওয়ায় সাবেক মেম্বর আশরাফুজ্জামান মন্টুওআবু বাছেদ সরদার ও মাওলানা আছাফুরের নেতৃত্বে এলাকাবাসী তার উপর ক্ষুদ্ধ হয়ে মারমুখী অবস্থান নেয়। এক পর্যায়ে তিনি রোষানালের শিকার হয়ে ফলাফল অনুষ্ঠান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

 

এলাকাবাসী জানায়,মাওলানা ওজায়েরুল ইসলাম অত্র মাদ্রাসার সাবেক সুপার ছিলেন। বিগত পাঁচ বছর পূর্বে তিনি শ্যামনগর কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসায় যোগদান করে। পূর্বের ন্যায় তিনি ঐ মাদ্রাসার সভাপতি থেকে তিনি মাদ্রাসার ২৭ বিঘা জমির ২৫/২৬ বছরের হারির টাকা ও ৭ বিঘা জমি বন্দক রেখে সে টাকাও আত্মসাৎ করে এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ।

 

এবিষয়ে মাওলানা ওজায়েরুল ইসলামের মোবাইলে বার বার যোগাযোগ করা হলেও ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com