• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:২২
সর্বশেষ :
প্রচণ্ড তাপদাহে পথচারীদের মাঝে এমপি দোলনের পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ দেবহাটা উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনাবৃষ্টি ও পানির অভাবে পাইকগাছায় হাজার বিঘা জমি পতিত পড়ে আছে ডুমুরিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালী ও আলোচনা সভা বেদখল জমি ক্রয় করে দখল নিতে একাধিক মামলা মোক্ষদমা দিয়ে হয়রানির অভিযোগ  কালিগঞ্জে অপরিপক্ক রাসায়নিক মিশ্রিত ৪’শ কেজি আম বিনষ্ট  সড়কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লাবসার মোড়ে মোটরযানের উপর মোবাইল কোর্ট শ্যামনগরে উকিল বার সংস্কার কাজের উদ্বোধন করেন আতাউল হক দোলন-এমপি  পূর্ব শত্রুতার জের ধরে মহম্মদপুরে দু’গ্রুপের সং ঘ র্ষ ও ঘরবাড়ী ভাং চু র দেবহাটায় আন্তর্জাতিক নজরুল সম্মেলন ২৪’র সমাপনী 

নুসরাত নেটিজেনদের রোষের মুখে

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ওপার বাংলার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান শিশুদের গালাগালি শেখাচ্ছেন বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নুসরাত এবং যশ দাশগুপ্ত অভিনীত ছবি ‘সেন্টিমেন্টাল’। এটি তাদের প্রযোজনা সংস্থার প্রথম প্রযোজিত ছবি। সেখানেই একটা আইটেম সং আছে। আচমকা শুনলে গালাগালি বলেই ভ্রম হয়। আইটেম সংটিতে নাচ করতে দেখা গিয়েছে তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যকে। গানটি মুক্তি পাওয়ার পর থেকেই তুমুল চর্চা চলেছে। হয়েছে ট্রোল। কেউ আবার তুলোধনাও করেছেন। এবার নতুন করে সেই গান চর্চায় উঠে এলো কারণ স¤প্রতি একটি ভিডিওতে এক খুদেকে এই গানে নাচতে দেখা যাচ্ছে। আর সেই ভিডিও আবার শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। আর সেটা দেখেই অনেকেই বেজায় রেগে গিয়েছেন তার ওপর। নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় তাকে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বৈরীতি ভট্টাচার্যের সন্তান এই গানে নেচেছেন। সেই খুদের নাচ তার স্বামী রোহন ঝাঁ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে সেটা আবার নুসরাত ভালোবেসে শেয়ার করেন। বাদ যাননি তৃণা সাহাও। এক খুদেকে এমন গানে নাচানোয় বিরক্ত হয়েছেন নেটিজিনরা। নীল, তৃণা যতই সেই শিশুর প্রশংসা করুন না কেন, নেটপাড়া বেজায় চটেছে তাদের ওপর। এক ব্যক্তি সেই ভিডিওতে লেখেন, ‘নিজেরা নাচছেন নাচুন না। একটা শিশুকে এসব শিখিয়ে খারাপ করার মানে কী?’ কেউ আবার লেখেন, ‘শিশুকে গালাগালি শেখাচ্ছেন, লজ্জা লাগা দরকার।’ তৃতীয় জনের মতে, ‘পাবলিক এতটা বোকা নয় যে বোকা সোডা গানটির নাম কেন রাখা হয়েছে যে তারা বুঝবে না। সেই গানে আবার একটা শিশুকে নাচাচ্ছে। ছি.!’ কারও মতে এই গানের লিরিক্স সব থেকে নিম্নমানের বাংলা গানের লিরিক্স। কেউ আবার নুসরতের সন্তানের প্রসঙ্গ টেনে বলেন, ‘আপনাদেরও তো সন্তান আছে। এটা করতে আপনাদের খারাপ লাগল না?’ আরেকজন লেখেন, ‘এই একটা বিচ্ছিরি গানে একটা বাচ্চা নাচ করছে সেটা নিয়ে আপনারা মাতামাতি করছেন? ও তো ছোট, কিন্তু আপনারা তো ছোট না আর।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com