• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৫:০০

ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় যুবকের মৃ ত্যু, আহত ৫

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ১১৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
সড়ক দূর্ঘটনায় যুবকের মৃ ত্যু, আহত ৫

খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুঘটনায় এক যুবকের মৃত্যু ও ৫ জন গুরুতর আহত হয়েছে। রোববার সকাল ১০ টা ২০ মিনিটে উপজেলার চাকুন্দিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

মৃত যুবক হলেন, সাতক্ষীরা জেলার মধুমোল্লার ডাংগী এলাকার জনৈক গোলাম মোস্তফা ছেলে মফিজুল ইসলাম। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

 

খর্ণিয়া হাইওয়ে পুলিশের এসআই কামরুল ইসলাম বলেন, রোববার সকাল ১০ টা ২০ মিনিটের দিকে একটি ভ্যান চুকনগর থেকে ৪ জন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি বাস খুলনার দিকে আসছিল। ভ্যান সাইড না দেওয়ায় আগের দিকে যেতে গেলে বাসটি খাদে পড়ে যায় এবং ভ্যানকে ধাক্কা দেয়। এ সময়ে ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর হন। যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করলে এদের মধ্যে মফিজুল ইসলাম মারা যান। বাকীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com