• শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:২৭
সর্বশেষ :
ডুমুরিয়ায় তিন বছরের শিশু ধ র্ষ ণের অভিযোগে ধ র্ষ ক আটক কালিগঞ্জের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ২০৩ কিমি সীমান্তে বিজিবির টহল জোরদার, সহায়তায় প্রস্তুত এলাকাবাসী কৃষ্ণনগরে চোর-চক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার সম্পদ লুট শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষন শ্যামনগরে সরকারি জায়গা দখলের হিড়িক, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কালিগঞ্জের বিষ্ণুপুরে শত্রুতার জেরে বৃক্ষ নিধন করেছে দূ র্বৃ ত্তরা শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সাংবাদিককে কারাদন্ড দেওয়া সেই ইউএনওকে অবশেষে রংপুরে বদলী বিলের ভিতর কালভার্টের নিচে পড়ে ছিল দিনমজুর নারীর লা শ

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সম্পাদিত ছোটোকাগজ ‘বাঁশতলা’ আসছে বইমেলায়

দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রতিনিধি / ৯০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

চব্বিশের গণঅভ্যুত্থানের প্রচ্ছদে মোড়ানো বর্ধ্বিত কলেবর আসছে মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সম্পাদিত শিল্প সাহিত্যের ছোটোকাগজ বাঁশতলা। এবারের বইমেলায় দেশের প্রথিতযশা লেখকদের গদ্য পদ্যের বিশেষ সংখ্যাটি পাওয়া যাবে নাগরী স্টলে। কাগজটির সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী লেখক, গবেষক ও সাংবাদিক। সুনামগঞ্জের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

 

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। বাবা আব্দুল হান্নান, মা রোকেয়া খাতুন। ২০০৭ সালে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে স্নাতক এবং ২০১৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট ল কলেজ থেকে আইন বিষয়ে (এলএলবি) ডিগ্রি অর্জন করেন পরে লিডিং ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর গ্র্যাজুয়েশন এমএ (ইসলামিক স্ট্যাডিজ) ডিগ্রী অর্জন করেন।

 

কৈশোর থেকে তাঁর টান ছিল সাহিত্য সাংবাদিকতার প্রতি। লেখালেখির নেশা ছিল প্রবল। সেই থেকে সাংবাদিকতার পেশায় জড়িয়ে পড়া। ছাত্র থাকাকালে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফ্রিল্যান্স সাংবাদিকতার পাশাপাশি একটি মাসিক পত্রিকার বিভাগীয় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । সে থেকেই লেখনির জগতে তাঁর পদচারণা।

 

২০০০ সালে সাপ্তাহিক সীমান্ত কণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একই সময়ে তিনি মফস্বল সাংবাদিকতায় মনোনিবেশ করেন। গ্রামীণ সাংবাদিকতয় সাহস আর পেশাদারিত্ব বজায় রেখে সুনাম কুড়িয়ে আসছেন দুই যুগ ধরে। তিনি একাধারে দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি ও হাওর বাঁচাও আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

 

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সমকালীন প্রসঙ্গে বিভিন্ন দৈনিক পত্রিকায় কলাম, প্রবন্ধ ও নিবন্ধ লিখে থাকেন। তাঁর প্রকাশিত গ্রন্থ ৫টি। সম্পাদনা করেন জনপ্রিয় লিটলম্যাগ ‘বাঁশতলা’। সাংবাদিকতা ও লেখালেখি ঘিরেই যাপনকাল। তাঁর প্রকাশিত গ্রন্থ সমূহ: একাত্তরের যুদ্ধবীর (প্রবন্ধ) ,প্রেরণার বাতিঘর (আবদুল মজিদ মাস্টার স্মারকগ্রন্থ), মুক্তিযুদ্ধে জননেতা আবদুল হক(প্রবন্ধ), ১৯৭১: যুদ্ধজয়ীদের কথা (প্রবন্ধ), কুড়ানো সুখ (কবিতা) স্বপ্ন শতদল (যৌথ কাব্যগ্রন্থ) ইত্যাদি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com