• রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৬:৫১
সর্বশেষ :
তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক তালায় কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেবহাটার কোঁড়া ফোরকানিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিরতণ বাবুখালীর ইতিহাস ঐতিহ্য বইয়ের মোড়ক উন্মোচন ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া কর্ণফুলীতে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা পেল ১১৭জন যাত্রী উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বালুইগাছায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের গলায় দড়ি দিয়ে আ*ত্মহ*ত্যা না.গঞ্জ সদরে ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা শ্যামনগরে ৪১বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

মণিরামপুর থানা ঘেরাও করে বিএনপির নেতাকর্মীদের বি ক্ষো ভ কর্মসূচী পালন

নূরুল হক, মনিরামপুর প্রতিনিধি / ৩৫১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

মণিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানা ঘেরাও করে থানা ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। বিগত সরকারের আমলে থানায় ধরে এনে শত শত বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় জেলহাজতে পাঠানো হতো। দিনের পর দিন মিথ্যা মামলায় হাজতবাস করতে হয়েছে। অথচ সুনির্দ্দিষ্ট অভিযোগে আসামি ধরে এনে থানা থেকে ছেড়ে দেয়া হচ্ছে। থানার ওসির বিরুদ্ধে এসব অভিযোগ এনে এ ঘেরাও কর্মসুচী ও বিক্ষোভ সমাবেশ করেছে।

 

রোববার সন্ধ্যায় এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহরুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল গাজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইউনুস আলী জুয়েল, সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব মাসুদ গাজী প্রমুখ।

 

এ সময়ে বক্তারা বলেন, সম্প্রতি গাঁজাসহ দুইজনকে আটক করে মণিরামপুর থানা পুলিশ। রোববার সকালে তাদের ছেড়ে দেয়া হয়। এছাড়াও আরও ৪জনকে সুনির্দ্দিষ্ট অভিযোগে আটক করা হলেও তাদেরকে ছেড়ে দেয়া হয়। গত দুই দিনের ব্যবধানে ৭জনকে থানায় ধরে আনা হয়। কিন্তু রাতের অন্ধকারে রহস্যজনক কারণে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

 

তারা আরও বলেন, আসামি ছেড়ে দেয়া বন্ধ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com