• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:৫৫
সর্বশেষ :
দেবহাটায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী বিএনপি ছেড়ে অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে ডুমুরিয়ায় ফুলকপির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতি প্রস্তুতিকালে আটক ২ বাউখোলায় ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি: কাজী আলাউদ্দিন খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী আশাশুনিতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালী ও সমাবেশ ক্ষু’ধার জ্বালায় কেশবপুর ছেড়ে ডুমুরিয়ায় হনুমানের আগমণ

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং রিডিং সহকারী শ্যামলীর বিরুদ্ধে অসৎ আচরণ অনিয়ম ও দু র্নী তির অভি যো গ

খুলনা সংবাদদাতা / ১২৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং রিডিংসহকারী শ্যামলী রায় এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয় গেছে। গ্রাহকরা অভিযোগ করে বলেন খুলনা বিলিং রিডিং শ্যামলী রায়ের‌ নিকট বিল‌ সম্পর্কে জানতে গেলে সে খারাপ আচরণ করেন।

 

গ্রাহক মাহতাব হোসেন জানান শ্যামলী কাছে বিলের জন্য গেলে সে ১৬হাত ছাতির কুড়া দেখিয়ে ‌৩শত টাকা অবৈধ ভাবে বিলের ম্যাধমে কর্তন করে নিলেন।

 

বিগত সময়ের চেয়ে এ মাসে প্রায় দুই থেকে তিন গুণ বেশি বিল করে গ্রাহকদের কাছে সরবরাহ করা হয়েছে। খরচ করা ইউনিটের চেয়ে অতিরিক্ত মিটার রিডিং করায় এ ভৌতিক হয়েছে জানিয়ে গ্রাহকরা জানান, এ বিল ঠিক করার কথা থাকলেও তা এখনও করা হয়নি।

 

এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মিটার সহ আনুষঙ্গিক সমস্ত খরচ গ্রাহকদের কাছ থেকে আদায় করে যাচ্ছে স্থানীয় পল্লি বিদ্যুৎ সমিতি। বিভিন্ন অযুহাতে লোডশেডিংও লেগেই থাকছে। এই শ্যামলীর বাবা, ও স্বামী আওয়ামীলীগের নেতা থাকার কারণে বিশেষ ব্যবস্থায় চাকরি হয় তার।

 

এব্যাপারে বিলিং রিডিং সহকারী শ্যামলী রায়ের নিকট এ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান আমি সঠিক ভাবে কাজ করি , আমার পিছনে লেগে কোন লাভ নেই। আমার উপরে লোক আছে,আমার আপনারা কিছু করতে পারবেন না।
এ ব্যাপারে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সাংবাদিকদের বলেন, আমি অভিযোগ পেলে তদন্ত করে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com