• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:৪৮
সর্বশেষ :

ডুমুরিয়ায় মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ২৬৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

খুলনার ডুমুরিয়ার  মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার নব নির্বাচিত এডহক কমিটির সভাপতি মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মুফতি আব্দুল কাইউম জমাদ্দারের  পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৪ এপ্রিল বৃহস্পতিবার  দুপুরে উপজেলার মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা হলরুমে মাদ্রাসার আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

 

মাদ্রাসা অধ্যক্ষ কে এম জাকির হোসেন’র সভাপতিত্বে ও বাংলা প্রভাষক মশিউর রহমান’র সঞ্চালনায় আলোচনা করেন এডহক কমিটির নব নির্বাচিত সভাপতি মুফতি আব্দুল কাইউম জমাদ্দার।

 

বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আঃ রশিদ আল আযাদ,সাবেক প্রধান শিক্ষক আতিয়ার রহমান, ইংরেজি প্রভাষক রেজওয়ানুল হক,এডহক কমিটির নব নির্বাচিত অভিভাবক সদস্য অহিদুজ্জামান খান,এতিমখানা কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার রোকনুজ্জামানসহ প্রতিষ্টানের অনান্য শিক্ষকবৃন্দ। উপস্তিত ছিলেন উক্ত  মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা,  শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনগণ।

 

আলোচনা সভা শেষে মাদ্রাসাটির উন্নয়নের লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

উল্লেখ অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার শহীদ স্মৃতি মহিলা ডিগ্রি কলেজ,মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ২০২৫ সালে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাছাড়াও তিনি  শরাফপুর দারুল কুরআন দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com