• সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:২৩
সর্বশেষ :
তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা সভা দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার সমাপনী উত্তরণের উদ্যোগে ফরিদপুরে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনিত এ্যাড নিতাই রায় চৌধুরী শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাড়িতে হামলা মামলায় আরও ১জন গ্রেপ্তার পরকীয়া প্রেমের জেরে সাতক্ষীরার গোয়ালপোতায় যুবককে নি*র্যা*তন করার অভিযোগ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আইজিপি এনসিপি ছাড়লেন তাসনিম জারা ফতুল্লার ক্যালিক্স প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

দীপিকা এবার বাফটা অ্যাওয়ার্ডসে চমক দেখাবেন

প্রতিনিধি: / ২৮০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বলিউডের লাস্যময়ী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নিজ দেশের গÐি পেরিয়ে কাজ করেছেন হলিউডের সিনেমায়। আবার অস্কারের মতো আয়োজনের মঞ্চেও সঞ্চালনায় দেখা গেছে তাকে। এবার ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে (বাফটা) চমক দেখাবেন দীপিকা। আগামী ১৮ ফেব্রæয়ারি বসতে যাচ্ছে বাফটা অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। বর্ণিল এই আয়োজনে প্রেজেন্টার হিসেবে মঞ্চে হাজির হবেন দীপিকা। মঞ্চে একই ভ‚মিকায় প্রেজেন্টার হিসেবে আরও দেখা যাবে- ডেভিড ব্যাকহাম, কেট বøানচেট ও ডুয়া লিপার মতো আন্তর্জাতিক তারকাকে। এতে একমাত্র বলিউড অভিনেত্রী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ‘পিকু’। যারা পর্যায়ক্রমে বাফটা মঞ্চে এসে খাম খুলে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করবেন। জানা গেছে, চলতি বছর বাফটা অনুষ্ঠান সঞ্চালনা করবেন ডেভিড টেনান্ট। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসবে বাফটা অ্যাওয়ার্ডসের জমকালো এই আসর। যেটা যুক্তরাজ্যে স¤প্রচার করবে বিবিসি ও আই প্লেয়ার এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রচার করবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্রিটবক্স। এ প্রসঙ্গে বাফটার পুরস্কার ও কনটেন্ট পরিচালক এমা বেহের বলেন, চলতি বছরের আসরে মনোনয়ন পাওয়া সব শিল্পীদের স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি। পর্দা এবং এর পেছনের সেরা কিছু মানুষকে সম্মান জানানো হবে। সঞ্চালক ডেভিড টেনান্টের চার্ম ও কারিশমায় অনুষ্ঠানটি আরও মুখর হয়ে উঠবে। এ ছাড়াও থাকছে সোফি এলিস-বেক্সটর ও হান্নাহ ওয়াদিংহামের পরিবেশনা। প্রসঙ্গত, বর্তমানে দীপিকা হাতে রয়েছে দুটি সিনেমা। একটি নাগ অশ্বিন পরিচালিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। এতে অমিতাভ বচ্চন ও প্রভাসের সঙ্গে দেখা যাবে তাকে। অন্যটি রোহিত শেঠির নির্মাণে তারকাবহুল ‘সিংহাম অ্যাগেইন’। সূত্র : বলিউড হাঙ্গামা

 

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com