• শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১১:২৭
সর্বশেষ :
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা শ্যামনগগরে ফ্রেন্ডলি ব্যাকআপ টিমের র ক্ত পরিক্ষা কর্মসূচী খুলনা-৫ আসনে হতে পারে হাই ভোল্টেজের ল ড়া ই সুন্দরবনের মামুদা নদী সংলগ্ন এলাকায় একনলা বন্দু কসহ ২রাউন্ড তাজা কা র্তুজ উদ্ধার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনজুরের ডুমুরিয়ার কাইনমারা ও ঘুরুনিয়া মাইক্রো ওয়াটারশেড পরিদর্শন পরলোকে সাংবাদিক সামাদ মতিন’র সহধর্মিণী এড. সুরাইয়া মতিন শ্যামনগরের হরিনগর প্যান্ডামিক ফিসারিস প্রজেক্ট দ খ লকারীদের বি*রুদ্ধে সংবাদ সম্মেলন তালায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি থেকে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন খুলনার ভিডিও নিয়ে শ্যামনগরে চিকিৎসকদের নামে অপ-প্রচার সাতক্ষীরার আলোচিত জনপদ খলিশাখালিতে পুলিশ ফাঁড়ি’র দাবী

দেবহাটায় ফেসবুক পোস্টে দেখে অসহায়দের সহযোগীতা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৭১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ জুন, ২০২৫

কয়েকটি ফেসবুক আইডির পোস্টের কারনে আলোর মুখ দেখা শুরু করলো অসহায় তিনটি পরিবার। অসহায় পরিবারগুলোর মধ্যে ১জন হলেন উপজেলার আজিজপুর গ্রামের মোহাম্মদ রাজু মোল্লা। তিনি দীর্ঘদিন যাবত কিডনি এবং হৃদরোগ সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। অর্থের অভাবে তিনি উন্নত চিকিৎসা করাতে পারছিলেননা।

 

এমন ফেসবুক পোস্ট দেখে তার পাশে দাঁড়ায় দেবহাটা উপজেলার মানবিক ব্যক্তিত্ব মানুষেরা। মানবিক পুলিশ সদস্য আফজাল এবং ডঃ সাইফুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার সুমনের ফেসবুক পোস্ট এর কারণে অনেক মানবিক মানুষেরা তার সাহায্যে টাকা দেন এবং ঢাকা অধিনস্ত দেবহাটা সমিতির মানবিক ভাইয়েরা সহযোগিতা করতে থাকেন।

 

এরমধ্যে রাজু মোল্লাকে ৩২ হাজার ৫০০ টাকা, প্যারালাইসিস আক্রান্ত আব্দুল্লাহর জন্য ৫ হাজার এবং জহুর আলী শেখের ঘর নির্মাণ এর জন্য নগদ ৮ হাজার টাকা প্রদান করেন এবং ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দেবহাটা উপজেলা সমিতি উদ্যোগ নিয়েছেন‌।

 

বুধবার এ টাকাগুলো তাদের হাতে তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, বাংলা একাডেমির উপ-পরিচালক সাহেদ মন্তাজ।

 

এছাড়া ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সাধারন সম্পাদক তাহাজ্জত হোসেন হিরু, রিয়াজুল ইসলাম রিয়াজ, ব্যাংকার রাজিব হোসেন অপু, ইঞ্জিনিয়ার আল মাহমুদ সুমন, শফিউল আহসান এবং স্থানীয় ফয়জুল ইসলাম, শেখ রেজওয়ান আলী, সহকারী অধ্যাপক ফিরোজ কবির এবং ব্যবসায়ী রবিউল ইসলাম।

 

এসময় সকলে অসহায় পরিবারগুলোর সাহায্যে এগিয়ে আসার জন্য সবাইকে আহবান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com