• মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৮:২১
সর্বশেষ :
কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত ডুমুরিয়ায় কোটি কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদন ডুমুরিয়ায় বিশেষ অভিযানে পুশকৃত চিংড়ি জব্দ, অর্থদণ্ড তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত! নারায়ণগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন উপলক্ষে সভা পাইকগাছায় শীতের শুরুতে বাড়ছে লেপ-তোশকের চাহিদা ডুমুরিয়ায় নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আলোচনা সভা অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা উপলক্ষে মাগুরা-২ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি নিয়ে বিবৃতি দেবহাটার পারুলিয়া মৎস্য অকশান সেন্টার কমিটি গঠন ও বনভোজন

মণিরামপুরে প্রাইভেটকার থামিয়ে নগদের রহস্যজনক ৫৫ লাখ টাকা ছি ন তা ই

নূরুল হক, মনিরামপুর প্রতিনিধি / ১৮৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

মণিরামপুরে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দৃর্বৃত্তরা প্রাইভেট থামিয়ে অস্ত্রের মুখে মোবাইল কোম্পানী নগদের দুই কর্মকর্তার কাছ থেকে ৫৫ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।

 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর-সাতক্ষীরা ভায়া মণিরামপুর মহাসড়কের মনিরামপুরের বেগারীতলার উত্তরে জামতলা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দূবর্ৃত্তদের আটক ও টাকা উদ্ধারের জন্য সাড়াশি অভিযান শুরু করেছে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে নগদের যশোর এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম ও হিসাব অফিসার কাজী মোমিনুল ইসলাম ৫৫ লাখ টাকা ব্যাগে নিয়ে প্রাইভেট কাওে ( ঢাকা মেট্রো-গ-১৫৫৯২৩) চড়ে মণিরামপুর অফিসের উদ্দেশ্যে রওনা হন।

 

এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম জানান, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ১২টার দিকে মনিরামপুরের দোনার জামতলা মোড়ের কাছে পৌছলে পিছন থেকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক ওভারটেকিং করে প্রাইভেটটির গতিরোধ করে। এ সময় প্রাইভেটের গ্লাস ভেঙ্গে অস্ত্রের মুখে তাদের কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

 

খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবুল বাশার, সহকারি পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) ইমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খানসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদশন করেন। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রাইভেট চালক সাজু হোসেনকে থানায় নিয়ে আসেন।

 

সহকারি পুলিশ সুপার ইমদাদুল হক ও ওসি বাবলুর রহমান ছিনতাইয়ের সত্যতা স্বীকার করে জানান, দূবর্ৃত্তদের সনাক্ত করে আটক এবং টাকা উদ্ধারের ব্যাপারে ঝটিকা অভিযান চলছে। তবে ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার বিকেল ছয়টার দিকে এ রিপোর্ট লেখার সময় কেউ থানায় মামলা করেননি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com