১২ নং রংপুর ইউনিয়নের কালিবাটী মুন্দীরের রথযাত্রা ও ধর্মীয় মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ নিজেই হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের সাথে রথের রশি টানেন।
রথযাত্রা কমিটির অপূর্ব মলিক বলেন, রুবায়েদ ভাই শুধু রথযাত্রা নয় আমাদের সকল ধর্মীয় অনুষ্ঠানে আমাদের পাশে থাকেন।
রথযাত্রা দেখতে আসা দর্শনার্থী লক্ষী রানী মন্ডল জানান রুবায়েদ ভাই আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনের সাথে রথের রশি টানছেন দেখে আমরা উচ্ছসাসিত। সত্যিই উনি অসামপ্রদায়িক, মানবিক, জনগণের নেতা।
নিতাই মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত রথযাত্রা ও ধর্মীয় মেলায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য শেখ সরোয়ার হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা অহেদুজ্জামান সোহাগ, জিয়াদুল হক জিয়াদ, কৃষকদল নেতা মাস্টার আইয়ুব আহমেদ, খোকন তালুকদার, আব্দুল মজিদ জোয়ারদার, শেখ জাকির হোসেন, হাবিবুর রহমান মোড়ল, আলমগীর হোসেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব অপূর্ব মলি¬ক, সেলিম মোড়ল, সুজন সরকার,জেলা ছাত্রদল নেতা মোঃ তৌহিদুর রহমান, উপজেলা ছাত্রদল আহবায়ক ফয়সাল চৌধুরী, ওসমান মোল্লা, লক্ষী রানী মন্ডল প্রমুখ।
প্রধান অতিথি রুবায়েদ নিজে অনুষ্ঠানে আগত ভক্ত ও দর্শনার্থী বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষের সাথে রথের রশি টেনে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। এছাড়া উপজেলার চুকনগর ও বান্দা এলাকায় এ অনুষ্ঠান একযোগে সমাপ্তি হয়।
https://www.kaabait.com