সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামে এক রাতে ৪টি পানির মটর চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার গভীর রাতে ঘোষ পাড়ায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটে। চোরের দল প্রথমে প্রফেসর উজ্জ্বল ঘোষের বাসাবাড়ি থেকে পানির মটর চুরি করে। এরপর রাজ্জাক সরদার, কুদ্দুস সরদার ও হাসান সরদারের বাসা থেকেও মটর নিয়ে যায়।
ঘটনার সময় এলাকাবাসী ঘুমিয়ে থাকায় কেউ চোরদের শনাক্ত করতে পারেনি। সকালে বাসিন্দারা মটর না পেয়ে চুরির বিষয়টি টের পান এবং একে অপরের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন যে একই রাতে একাধিক বাড়িতে চুরি হয়েছে।
এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে পাটকেলঘাটা থানা পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে।
পানির মটর চুরি হওয়ায় এলাকার বাসিন্দারা চরম দুশ্চিন্তায় পড়েছেন।
https://www.kaabait.com