• মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬
সর্বশেষ :
শ্যামনগরে কপ৩০ পূর্ববর্তী আঞ্চলিক সংলাপ অন্তর্ভুক্তিমূলক জলবায়ু পদক্ষেপে নতুন প্রত্যাশা কে’য়া’ম’তের দিন মানুষ নিজের তিন পাশে যা দেখতে পাবে তালার মাগুরা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন আশাশুনিতে দৈনিক সাতক্ষীরার সকালের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন জুলাই সনদের ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে : মিয়া গোলাম পরওয়ার শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন হাবিবুল ইসলাম হাবিব ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন ধানদিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শাসক হতে চাই না জনগণের সেবক হতে চাই : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

শ্যামনগরে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করেছে ‘উত্তরণ’

ডেস্ক / ২০২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতন ও আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ৩ সেপ্টেম্বর, বুধবার জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসা ভেন্যুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমান ও সহকারী সুপার মাওলানা ফারুক হোসেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা ও শিক্ষার্থীবৃন্দ। বনশ্রী শিক্ষঅ নিকেতন মাধ্যমিক বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রেহানা খাতুন, পলাশী মণ্ডল , শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

বৃক্ষরোপণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম এই মহতী উদ্যোগ নেবার জন্য উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান।

 

অতিথিরা বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য বৃক্ষরোপণের প্রতি উৎসাহ ও পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে।উল্লেখ্য,উত্তরণএর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে নানা জাতের ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করে টেকসই নিরাপত্তা বেষ্টনী প্রদান করা হবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশের সুরক্ষা, তাপদাহ কমানো ও কার্বন শোষণে এই প্রকল্পের অধীনে বৃক্ষরোপণ করবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com