• রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:২৯
সর্বশেষ :
তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক তালায় কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেবহাটার কোঁড়া ফোরকানিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিরতণ বাবুখালীর ইতিহাস ঐতিহ্য বইয়ের মোড়ক উন্মোচন ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া কর্ণফুলীতে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা পেল ১১৭জন যাত্রী উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বালুইগাছায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের গলায় দড়ি দিয়ে আ*ত্মহ*ত্যা না.গঞ্জ সদরে ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা শ্যামনগরে ৪১বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

মহম্মদপুরের মানুষের ঋণ পরিশোধের সর্বোচ্চ চেষ্টা করব- ড. আলী আফজাল

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ১৯১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মহম্মদপুরের মানুষের কাছে আমি ঋনী। এই ঋন পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা করবো। আমার জন্মস্থান উপজেলার বালিদিয়া গ্রামে, এই গ্রামেই আমার বেড়ে ওঠা ও লেখা পড়ার হাতে ঘড়ি। তাই আমার উপজেলাবাসীর সকল ভালো কাজেই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। দারুল কোরআন মডেল মাদরাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মানবিক ব্যাক্তি কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।

 

তিনি আরও বলেন, মুসলমানদের মধ্যে আজ যে বিভক্তি তার মূল কারণ খুঁজে বের করতে হবে। সে অনুযায়ী আমাদেরকে ইসলামের জন্য কাজ করতে হবে। এছাড়া চব্বিশের বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে তাই আমাদের সকলকে আল্লাহর শোকর গোঁজার করতে হবে।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মাগুরার মহম্মদপুরে দারুল কোরআন মডেল মাদরাসার আয়োজনে মাদরাসার সম্মেলন কক্ষে অভিভাবক সমাবেশ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের সিকুরিটি এন্ড সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর মো. আলমগীর হাসান রাজু, সমাজসেবক খসরুল আলম খসরু, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ আবু তালহা, উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মুফতি মাসুদুর রহমান ও বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম প্রমুখ।

 

সমাবেশ শেষে মাদরাসার ছাত্র-ছাত্রী,অভিভাবক ও সুধীজনের  উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন মাওলানা গোলাম কিবরিয়া।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com