• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:২৪
সর্বশেষ :
শ্যামনগরের কাশিমাড়ী বিএনপির সম্মেলন স্থগিতের দাবীতে মান’ব’ব’ন্ধন ও সংবাদ সম্মেলন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৩১ দফার বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে আমিন আশাশুনির পূজা মন্ডপ পরিদর্শনে ডাঃ বিল্লাল হোসেন আবুল কাশেম নেতৃত্বে খর্নিয়া ইউনিয়ন বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান মাগুরায় বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে বসবাস করতে চাই: আলি আসগার লবি আমার কারণে কোনো হিন্দু পরিবার ক্ষতিগ্রস্ত হয়নি : সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এবার সনাতনীরা আগের চেয়ে ভালো পরিবেশে পূজা করছে: আমিন ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১৫ টি পূজামন্ডপ পরিদর্শন না.গঞ্জ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মকর্তা ইউনুস আলী

ফেসবুকের বিশাল আপডেট : মানতে হবে চারটি সুনির্দিষ্ট শর্ত

ডেস্ক / ১৫২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বর্তমান বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিশাল এক আপডেট নিয়ে এসেছে। এই আপডেটের ফলে ফেসবুক নিজেই ব্যবহারকারীদের প্রোফাইল ও পেজ নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেবে । তবে এ জন্য মানতে হবে চারটি সুনির্দিষ্ট শর্ত।

 

বিশেষজ্ঞদের ভাষ্যমতে, এই চার শর্ত মেনে চললে কনটেন্ট ক্রিয়েটররা সহজেই ফলোয়ার বাড়াতে পারবেন এবং আয়ের সুযোগও তৈরি হবে।সেই চার শর্ত কী? তা জেনে নিন।

 

১. মূল বিষয়বস্তু তৈরি করুন:
কোনোভাবেই অন্যের কনটেন্ট কপি না করে নিজস্ব ও মৌলিক কনটেন্ট তৈরি করতে হবে। ভিডিও, ব্লগ বা যেকোনো কনটেন্টে মৌলিকতা বজায় রাখতে হবে।

২. শেয়ারযোগ্য কনটেন্ট বানান:
চিন্তা-ভাবনা করে এমন কনটেন্ট তৈরি করতে হবে যাতে দর্শক দেখার পর স্বেচ্ছায় অন্যদের সঙ্গে শেয়ার করতে আগ্রহী হয়। মজার, তথ্যবহুল বা উপকারী কনটেন্ট এর মধ্যে অন্যতম।

৩. ফেসবুকের নির্দেশনা মেনে চলুন:
ফেসবুকের নীতিমালা ভঙ্গ করলে মনিটাইজেশন হারাতে হবে কিংবা ভিডিও ট্যাকডাউন হয়ে যেতে পারে। তাই অন্যের ভিডিও বা ছবি ব্যবহার না করে, হতাশাজনক বা ঘৃণাসৃষ্টিকারী কনটেন্ট এড়িয়ে যেতে হবে।

৪. বোনাস শর্ত: রিলস ভিডিও তৈরি করুন:
ফেসবুক চায়, ধারাবাহিকভাবে আকর্ষণীয় ও মানসম্মত রিলস ভিডিও তৈরি করলে নতুন দর্শকের কাছে পৌঁছানো সবচেয়ে সহজ হয়। বিশেষ করে নতুন প্রোফাইল বা পেজের জন্য এটি কার্যকর।

 

সময়ের অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের দাবি, লং ভিডিওর তুলনায় রিলস নতুন দর্শকের কাছে দ্রুত পৌঁছে যায়। তাই নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি বড় সুযোগ।

 

বিশেষজ্ঞ মত:
ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞদের ভাষ্যমতে, ফেসবুকের নতুন এই আপডেট অনেকের জন্য গেম চেঞ্জার হতে পারে। যারা নিয়ম মেনে মৌলিক কনটেন্ট তৈরি করবেন, বিশেষত রিলসের ওপর গুরুত্ব দেবেন, তাদের জন্য সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। ফেসবুক ব্যবহারকারীরা এখন নিয়মিতভাবে এই চার শর্ত মানলে সহজেই নতুন দর্শক, ফলোয়ার এবং আয়ের সুযোগ পেতে পারেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com