• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩০
সর্বশেষ :
দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা

মাকে হ’ত্যা’র অ’ভি’যো’গে পিতার বি’রু’দ্ধে দুই মেয়ের সংবাদ স’ম্মে’ল’ন

খুলনা সংবাদদাতা / ১১৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

খুলনার আলোচিত স্বাচিপ নেতা ও চিকিৎসক ডা. শেখ বাহারুল আলমের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ এবং তার স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুই মেয়ে।

 

বুধবার (৮ অক্টোবর) সকালে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এপিসি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ তামান্না আলম লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

 

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার পিতা ডা. শেখ বাহারুল আলম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের এক বিবাহিতা ভিন্ন ধর্মের নারী হেনা রানী ভৌমিকের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এই অনৈতিক সম্পর্কের কারণে পরিবার দীর্ঘদিন ধরে সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছে।

 

তামান্না আলম আরও জানান, ওই সম্পর্কে থেকে প্রায় ১৮ বছর আগে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। বিষয়টি আড়াল করতে তার পিতা একাধিক অনৈতিক ও অবৈধ কাজে লিপ্ত হয়েছেন। তিনি অভিযোগ করেন, হেনা রানী ভৌমিককে প্রতিষ্ঠানের পরিচালক পদে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটির অর্থ ও সম্পত্তি আত্মসাৎ, জাল স্বাক্ষরে ঋণ গ্রহণসহ নানা আর্থিক অনিয়ম করেছেন। এসব ঘটনায় খুলনা ও বাগেরহাটে মোট ১২টি মামলা চলমান রয়েছে।

 

তিনি আরও বলেন, আমাদের মা রহস্যজনকভাবে মারা যান। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মায়ের মৃত্যুর পেছনে বাবার হাত রয়েছে।

 

তামান্না জানান, বাবার এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি ও তার বোন নিয়মিত হুমকির মুখে রয়েছেন। আত্মরক্ষার জন্য সোনাডাঙ্গা থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে শেখ তামান্না বলেন, আমাদের উদ্দেশ্য কারো ব্যক্তিগত জীবন আঘাত করা নয়। আমরা শুধু চাই ন্যায়বিচার এবং পরিবারের মর্যাদা পুনরুদ্ধার।

 

তিনি প্রশাসন ও সাংবাদিক সমাজের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিতে সহযোগিতার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com