সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাবতলা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় “তারুণ্যের সমাবেশ”।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার। সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা মহসিন মন্টু, যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান আনিছ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুল জুলফিকার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল, তালা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক আতাউর রহমান আতা, স্বেচ্চাসেবকদলের আহবায়ক সিরাজুল ইসলাম মিন্টু, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. এরশাদ মিলন, সদস্য সচিব মাসুমবিল্লাহ বাচ্চু এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মহব্বত হোসেন।
সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তরুণ প্রজন্মের ভূমিকা ও গণতান্ত্রিক আন্দোলনে যুব সমাজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে সাতক্ষীরা-১ তালা কলারোয়া আসনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের দ্বারা উন্নয়নের লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয় করার আহবান জানান বক্তারা।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তুষার।
https://www.kaabait.com