• শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৭
সর্বশেষ :
খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী আশাশুনিতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালী ও সমাবেশ ক্ষু’ধার জ্বালায় কেশবপুর ছেড়ে ডুমুরিয়ায় হনুমানের আগমণ পাটকেলঘাটায় কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বহু প্রতিক্ষীত “দেলুপি” সিনেমা প্রদর্শন পাটকেলঘাটায় মোটরসাইকেল চালকের মৃতদেহ উদ্ধার আশাশুনি প্রেস ক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন হাসান সভাপতি, আকাশ সাধারণ সম্পাদক ডুমুরিয়ায় ইট ভাটার মালিককে অবৈধ ভাবে নদীর মাটি কর্তণ করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা সাতক্ষীরা-০৩ আসনে ডাঃ শহিদুল আলম কে মনোনয়ন না দেওয়ায় বি’ক্ষো’ভ মিছিল

ক্ষু’ধার জ্বালায় কেশবপুর ছেড়ে ডুমুরিয়ায় হনুমানের আগমণ

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ১৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

কেশবপুরের হনুমান ক্ষুধার জ্বালায় ডুমুরিয়াতে, দেখতে মানুষের ভিড়। খাদ্যের অভাবে লোকালয়ে ছুটে বেড়াচ্ছে মুখপোড়া হনুমানটি। গত কয়েকদিন গাছে গাছে ঘুরে অবশেষে ক্ষুধার জ্বালায় নেমে এসেছে বাজার ঘাটে। শুক্রবার সকালে (৭ নভেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা নতুন রাস্তা বাজারে বিভিন্ন চা স্টল ও খাবার হোটেলে ঘুরে বেড়াতে দেখা গেছে। মুখ পোড়া হনুমানটিকে একনজর দেখার জন্য উৎসক জনতা ভিড় করছেন।

 

রুটি, বিস্কুট,কলা ,বাদাম, কমলা, আপেল সহ বিভিন্ন ধরনের খাবার দেয়া মাত্রই তা খাচ্ছে। শুক্রবার দিন প্রথমে তাকে টিপনা নতুন রাস্তা বাজারে চা বিক্রেতা আশুতোষ পাল হনুমান টি কলা রুটি খেতে দেয়, মুদি ব্যবসায়ী শেখ মোফাজ্জেল হোসেন, মুদি ব্যবসায়ী উজ্জ্বল পাল কে খেতে দিতে বললে সে না দিলে তার দোকানে উঠে বাদাম বের করে খাওয়া শুরু করে।

 

জানা গেছে ২৫ টি হনুমান গোনালী,বামুন্দিয়া, টিপনা সহ বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতে দেখা গেছে।

 

এদিকে হনুমানটিকে একনজর কাছ থেকে দেখার চেষ্টা করেও দেখা মেলেনি অনেকের। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষুধার জ্বালায় বাজারে চলে আসে। যাদের কাছে নিরাপদ মনে করছে তাদের খাবার খাচ্ছে এবং কাছে যাচ্ছে। কেউ কেউ ওই সময়ে তাকে আদর করলে হনুমানও তাকে মাথা থেকে উকুন তুলে দিচ্ছে।

 

এসময় হিন্দু সম্প্রদায়ের অনেকে হনুমানটিকে নেড়ে চেড়ে আদর করে দেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com