• শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:২৬
সর্বশেষ :
পাটকেলঘাটাতে জাল টাকার কারখানার সন্ধান মিলেছে: গ্রেফতার ১ ২৪ ঘণ্টার ব্যবধানে আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক দেবহাটা উপজেলায় মোখলেসুর রহমানের কবর জিয়ারত করেন দলীয় নেতৃবৃন্দ তালায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যক্তিকে চা দোকানের সামগ্রী বিতরণ শ্যামনগরে সৌদি প্রবাসীর ৩৬লক্ষ টাকা ফেরৎ পেতে সংবাদ সম্মেলন দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নে মানববন্ধন আমীরে জামায়াতের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ডুমুরিয়ার নবাগত ইউএনওকে অফিসার ও‌ ইট ভাটার মালিক সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে আটকিয়ে মারপিট: থানায় অভিযোগ

পাটকেলঘাটাতে জাল টাকার কারখানার সন্ধান মিলেছে: গ্রেফতার ১

অনলাইন ডেস্ক / ১১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালীতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ প্রয়োজনীয় সামগ্রীসহ নগদ ৩ লাখ ৩৯ হাজার ৬০০ জাল নোট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের সদস্যরা পাটকেলঘাটার গনেশপুর গ্রামে অভিযান চালিয়ে জাল টাকাসহ তৈরির সরঞ্জাম উদ্ধার করেন র‍্যাব সদস্যরা।

 

এর আগে এদিন বিকেল সোয়া ৪টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার মনিহার সিনেমা হলের পাশের চায়ের দোকান থেকে মো. ইব্রাহিম গাজী (১৯) নামে এক যুবককে ৯০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করেন র‍্যাব সদস্যরা।

গ্রেফতার যুবক ইব্রাহিম গাজী সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের গনেশপুর গ্রামের কাশেম আলী গাজীর ছেলে।

 

র‍্যাব সূত্র জানায়, র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন মনিহার সিনেমা হলের পাশে চায়ের দোকানে কতিপয় ব্যক্তি বাংলাদেশি নকল পত্রমুদ্রা (ব্যাংক নোট/জাল টাকা) বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে বিকেল সোয়া ৪টার দিকে উল্লিখিত দোকানে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকার জাল নোটসহ ইব্রাহিম গাজীকে গ্রেফতার করা হয়।

 

জিজ্ঞাসাবাদে ইব্রাহিম গাজী জানান, তার বসতবাড়িতে জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ আরো জাল টাকা আছে। পরে তাকে সঙ্গে নিয়ে রাত সোয়া ৭টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটার গনেশপুর গ্রামে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জামাদি, কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টার ও প্রয়োজনীয় সামগ্রীসহ আরো ৩ লাখ ৩৯ হাজার ৬০০ জাল টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ইব্রাহিমের কাছ থেকে ৪ লাখ ২৯ হাজার ৬০০ জাল টাকা উদ্ধার করেন র‍্যাব সদস্যরা।

 

গ্রেফতার ইব্রাহিম গাজীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং জব্দ আলামত ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com