• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:১১
সর্বশেষ :
তারেক রহমান এখনও ভোটার হননি: ইসি সচিব খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, বিভ্রান্ত হবেন না ফানি কন্টেন্ট ক্রিয়েটর আল আমিন অগ্নিদগ্ধ নাসিং ও মিডওয়াইফাদের ৮ দফা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ২ ঘন্টা নার্সদের প্রতিকী শাট ডাউন শীতে রসের ঘ্রাণে মুখর হয়ে ওঠে পাইকগাছার গ্রামীণ পরিবেশ ডুমুরিয়ায় কৃত্রিম প্রজনন সেবা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনির ইউএনও কৃষ্ণা রায়কে বদলিজনিত বিদায় সংবর্ধনা ফসলের হাসিতেই খুশি কৃষক ধানের চারা উৎপাদনে ব্যস্ত কৃষকেরা পাটকেলঘাটায় হামলা ও মারপিট করে নগদ টাকা স্বর্ণালংকার মোটরসাইকেল লুটপাট ঢাকা থেকে পাঠানো ওয়ালটনের পণ্য গায়েব, পাটকেলঘাটায় উদ্ধার

তারেক রহমান এখনও ভোটার হননি: ইসি সচিব

অনলাইন ডেস্ক / ১৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

 

সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 

আখতার আহমেদ বলেন, “আমার জানা মতে, তারেক রহমান এখনও ভোটার হননি। তার প্রার্থিতা বা ভোটার হওয়ার বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিতে পারবে।“

 

ইসি সচিব জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী, নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে পারে।

 

সম্প্রতি বিএনপির সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, চলতি মাসের মধ্যভাগে দেশে ফিরে তারেক রহমান ভোটার হবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, বয়সসীমা পূরণ থাকা সত্ত্বেও কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়লে যেকোনো সময় আবেদন করে ভোটার হতে পারেন। তবে যারা নতুন ভোটার হওয়ার সময়সীমা (৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ) মিস করেছেন, তাদের এখন আর অন্তর্ভুক্তির সুযোগ নেই। যেহেতু তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন, তাই মনোনয়নপত্র জমার আগেই তাকে ভোটার হতে হবে।

 

প্রসঙ্গত, ২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির সময় তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান লন্ডনে ছিলেন। জোবাইদা রহমান সম্প্রতি দেশে ফিরে ভোটার হয়েছেন, তবে তারেক এখনও আবেদন করেননি। ভোটার আইডি নেয়ার জন্য স্বাক্ষর, দশ আঙুলের ছাপ এবং আইরিশ দেয়া বাধ্যতামূলক হওয়ায়, দেশে ফিরেই তিনি সব প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com