• বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২
সর্বশেষ :
সঙ্কটময় পরিস্থিতি সমাধানের পর তফসিল দিন: নাহিদ দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নে কর্মবিরতি পালন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলের মানুষের সংকট নিরসনে নাগরিক সংলাপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল গুলিবিদ্ধ হালিমার অবস্থা আশঙ্কাজনক, মামলা হয়নি খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুমু‌রিয়া উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার হি‌সে‌বে মিজ স‌বিতা সরকা‌রের পদায়ন

দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নে কর্মবিরতি পালন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের আয়োজনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত উক্ত কর্ম বিরতিতে উপজেলার সকল ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা অংশগ্রহন করেন।

 

কর্মবিরতির সময় সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিডিপিএ) এর সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওগ্রাফি) জুয়েল মিয়া ও ফার্সাসিস্ট রামপ্রসাদ গুহ, ফার্সাসিস্ট কল্যান রায় প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, তারা দেশের সকল হাসপাতালে রোগ নির্ণয়, ঔষধ সরবরাহসহ নানাবিধ স্বাস্থ্যসেবার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাই সকল তরুণ পেশাজীবীদের সমন্বয়ে এই বৈষম্য দূর করে তাদের ন্যায্য দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

 

এসময় তারা উল্লেখ করেন, তাদের দাবী না মানা হলে ৪ ডিসেম্বর পূর্নদিবস কর্মবিরতি পালনসহ আরো কঠোর কর্মসূচী গ্রহন করা হবে। এসময়ের মধ্যে তাদের দাবী না মানা হলে লাগাতার বিরতি ও অন্যান্য কর্মসূচী পালন করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com