“প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আশাশুনিতে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস -২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় আশাশুনি এ অনুষ্ঠানের আয়োজন করে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমু।
আইডিয়াল ম্যাপইনসিবিআর প্রকল্পের কর্মকর্তা সুব্রত বাছাড়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফয়সাল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম।
এছাড়া আইডিয়াল এর প্রকল্প ফোকাল এস এম মিজানুর রহমান, বারসিক জেলা সমন্বয়কারী মোঃ মাসুম বিল্লাহ, উন্নয়ন প্রচেষ্টা প্রকল্প সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, উত্তরণের প্রকল্প কর্মকর্তা দীপন মুখার্জিসহ ব্রেকিং দ্য সাইলেন্স, ফ্রেন্ডশীপ, উন্নয়ন, ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বাংলাদেশ ন্যাজারীন মিশন, এজ, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, ঠাকুরাবাদ আদর্শ যুব সংঘ, সোনার বাংলা ফাউন্ডেশন, কচুয়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ও তার পরিবারের উন্নয়নের লক্ষ্যে আইডিয়াল ম্যাপইনসিবিআর প্রকল্প ১৫ পরিবারে ১০,০০০ টাকা করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছবি আঁকা প্রতিযোগিতা, ঝুড়িতে বল নিক্ষেপ, বালিশ পাসিং খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সবশেষে পুরষ্কার বিতরণ করা হয়।
https://www.kaabait.com