• বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:৩১
সর্বশেষ :
তালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পেট্রোল ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা দেবহাটায় গনভোট ও বাল্য বিবাহ নিরোধ সম্পর্কে অবহিত করতে মহিলা সমাবেশ শ্যামনগরে বাঘ বিধবাকে হ*ত্যার উদ্দেশ্যে ধা*রালো দা দিয়ে কু*পিয়ে গুরুতর জ*খম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে সাতক্ষীরার রাজনৈতিক মাঠ দেবহাটায় উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে সমন্বয় সভা সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার আশাশুনির আরার দারুল উলুম কওয়ামী মাদ্রাসা নানামুখী সমস্যায় জর্জরিত: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

তালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর তরুণীকে হ ত্যার অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ১১০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার তালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার সময় তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

সংবাদ সম্মেলনে নিহতের বাবা মোঃ আনিছুর রহমান জানান, প্রায় ৫ মাস আগে কলারোয়া উপজেলার বাকসা গ্রামের জাফ্ফার বিশ্বাসের ছেলে মাতিন বিশ্বাস (রনি) এর সঙ্গে তাঁর মেয়ে সুমি খাতুন (১৮) এর বিয়ে হয়। বিয়ের সময় আংটি, মোবাইল ফোন ও আসবাবপত্র দেওয়া হয়। পাশাপাশি একটি মোটরসাইকেল দেওয়ার কথা ছিল।

 

তিনি অভিযোগ করেন, যৌতুকের সেই মোটরসাইকেলের দাবিতে তাঁর মেয়েকে শ্বশুর জাফ্ফার বিশ্বাস ও শাশুড়ি মুসলিমা বেগম নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। প্রায় এক মাস আগে নির্যাতনের পর মেয়েকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং বলা হয়, “মোটরসাইকেল না দিলে এ বাড়িতে থাকতে পারবে না।” পরে অনেক অনুরোধ ও সমঝোতার পর মেয়েকে আবার শ্বশুরবাড়িতে পাঠানো হয়।

 

গত ০১ ডিসেম্বর রাত ১১টার দিকে নিহতের বেয়াই জাফ্ফার বিশ্বাস ফোন করে জানান যে তাঁর মেয়ে ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে’। খবর পেয়ে রাতেই সেখানে গিয়ে পরিবার দেখতে পান সুমি খাতুন ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে।

 

অভিযোগ করেন আনিছুর রহমান—মেয়েকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করা হতো। খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে ধর্ষণ করা হতো। বিষয়টি তার স্বামীকে জানাতে চাওয়ায় শ্বশুর-শাশুড়ি বিষয়টি টের পেয়ে তাকে নির্মমভাবে মারধর করে হত্যা করে গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখে বলেও দাবি করেন তিনি।

 

তিনি তাঁর মেয়ের হত্যাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ন্যায়বিচার পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com