• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫
সর্বশেষ :

হাসপাতালে জীবন মৃ*ত্যুর সন্ধিক্ষণে থাকা হাদীর বাড়িতে চুরি

অনলাইন ডেস্ক / ৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে যখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি, ঠিক তখনই তাঁর গ্রামের বাড়িতে নেমে আসে আরেকটি অশুভ রাত। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত নেতার অসুস্থতার সুযোগ নিয়ে ঝালকাঠির নলছিটিতে তাঁর বাড়িতে সংঘটিত হয়েছে চুরির ঘটনা।

 

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে নলছিটি পৌর এলাকার খাসমহল এলাকায় এই চুরির ঘটনা ঘটে।

 

ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল লুট হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

 

এদিকে, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে ফিল্মি কায়দায় গুলি করা হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখনও সংকটাপন্ন।

 

হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে সেদিনই তাঁর পরিবারের সদস্যরা নলছিটি থেকে ঢাকায় রওনা দেন। পরিবারের সবাই ঢাকায় থাকায় গ্রামের বাড়িটি ফাঁকা পড়ে ছিল—আর সেই সুযোগকেই কাজে লাগায় চোরচক্র।

 

একদিকে হাসপাতালে একজন মানুষের জীবন বাঁচানোর লড়াই, অন্যদিকে গ্রামে ভাঙা জানালা আর লুটের শঙ্কা—এই দুটি ঘটনা মিলিয়ে উদ্বেগ আর প্রশ্ন বাড়াচ্ছে স্থানীয়দের মনে। তারা বলছেন, এমন সময়ে একটি পরিবারের ওপর পরপর এমন আঘাত নিছক কাকতাল নয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com