• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:২৪
সর্বশেষ :
শরিফ ওসমান বিন হাদির হ*ত্যাকারীদের বিচারের দাবিতে তালায় বিক্ষোভ সাতক্ষীরায় ওসমান হাদীর গায়েবে জানাজা ও বিক্ষোভ, খুনিদের গ্রেফতারে প্রশাসনকে আল্টিমেটাম সাতক্ষীরায় প্লাস্টিক অদল-বদল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন শাহবাগের নাম শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ দেশবাসীকে কাদিয়ে না ফেরার দেশে ওসমান হাদি শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় সভা তালায় আম বাগান থেকে এক ব্যক্তির লা শ উদ্ধার

সাতক্ষীরায় প্লাস্টিক অদল-বদল ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি / ১৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রাজ্জাক পার্কে অনুষ্ঠিত বিজয় মেলার অংশ হিসেবে প্লাস্টিক “অদল-বদল ক্যাম্পেইন” আয়োজন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

 

ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট কনসোর্টিয়ামের সহযোগিতায় এবং রূপান্তর কর্তৃক বাস্তবায়নাধীন গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এই ক্যাম্পেইন পরিচালিত হয়। বিজয় মেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

 

সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের তথ্যমতে, পৌর এলাকায় প্রতিদিন উৎপাদিত মোট বর্জ্যের একটি উল্লেখযোগ্য অংশ প্লাস্টিক, যা জলাবদ্ধতা সৃষ্টি, মাটির উর্বরতা হ্রাস এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এসব ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ক্যাম্পেইনের আওতায় সংগৃহীত প্লাস্টিক বর্জ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে প্রয়োজনীয় নিত্যপণ্যের সঙ্গে বিনিময়ের ব্যবস্থা করা হয়।

 

এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বর্জ্য ব্যবস্থাপনায় অংশগ্রহণের সুযোগ পায় এবং প্লাস্টিককে বর্জ্য নয়, বরং পুনর্ব্যবহারযোগ্য সম্পদ হিসেবে দেখার বিষয়ে সচেতন হয়।

 

বিজয় মেলার সার্বিক দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা এ কমিউনিটি-কেন্দ্রিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় একটি কার্যকর মডেল হিসেবে অভিহিত করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com