• রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:২১
সর্বশেষ :
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন চেয়ারম্যান এম মফিদুল হক লিটু *ঐতিহাসিক জানাজা* আগে কখনও দেখিনি ময়মনসিংহে হিন্দু যুবক হ*ত্যাকাণ্ড: গ্রেফতার ১০ নারায়ণগঞ্জ সদরে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি ২১ দিনেও প্রত্যাহার হয়নি কোমরপুরে দুই লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কয়রার বাগালি চ্যাম্পিয়ন আশাশুনিতে পুলিশের কঠোর চেকপোস্ট ও টহল কার্যক্রম স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম শ্যামনগরে পথ নিয়ে বি*রোধ ছু*রিকাঘাতে নি*হত ১, আটক ৯ শরিফ ওসমান বিন হাদির হ*ত্যাকারীদের বিচারের দাবিতে তালায় বিক্ষোভ

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আল মামুন / ১৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

 

 

কল্যাণ সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরী বিগত মাসের সভার কার্যবিবরণীতে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের পক্ষ থেকে প্রাপ্ত বিভিন্ন আবেদন উপস্থাপন করেন।

 

 

পুলিশ সুপার মহোদয় সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন। অবশিষ্ট বিষয়সমূহ দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন তিনি। এসময় তিনি সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য অফিসার ও ফোর্সদের নির্দেশনা দেন।

 

 

পুলিশ সুপার আরও বলেন, মেসে উন্নতমানের খাবার পরিবেশন নিশ্চিত করা, ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, ছুটি ও টিএ বিলের ক্ষেত্রে ন্যায্যতা বজায় রাখা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিচ্ছন্নতা রক্ষা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

এসময় নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার, সাতক্ষীরা।

 

 

সভা শেষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মুকিত হাসান খাঁনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে নবযোগদানকারী অতিরিক্ত পুলিশ সুপার জনাব এস এম রাজু আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার।

 

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জনাব মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব বায়েজীদ ইসলাম, ডা. আবু হোসেন (পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা), জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন)সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com