• রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৩২
সর্বশেষ :
তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক তালায় কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেবহাটার কোঁড়া ফোরকানিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিরতণ বাবুখালীর ইতিহাস ঐতিহ্য বইয়ের মোড়ক উন্মোচন ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া কর্ণফুলীতে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা পেল ১১৭জন যাত্রী উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বালুইগাছায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের গলায় দড়ি দিয়ে আ*ত্মহ*ত্যা না.গঞ্জ সদরে ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা শ্যামনগরে ৪১বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরা ডিবির অভিযানে ৪৯৭ বোতল উইন কোরেক্সসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি / ৫৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ কোডিনযুক্ত মাদকদ্রব্য উইন কোরেক্স উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মিনাজ উদ্দীনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ০৯ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০৩টা ৫০ মিনিটে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন ভেটখালী বাজার সংলগ্ন ব্রিজের নিচে ইট সলিং রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ আলমগীর হোসেন বাবু (৩৫)
২। মোঃ জাহিদ হোসেন (২৪)
উভয়ের পিতা মোঃ সবুর শেখ। তাদের বাড়ি ভেটখালী এলাকায়, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা।

 

পরে তল্লাশি চালিয়ে আসামী মোঃ আলমগীর হোসেন বাবুর হেফাজত থেকে ২৯৭ (দুইশত সাতানব্বই) বোতল এবং আসামী মোঃ জাহিদ হোসেনের হেফাজত থেকে ২০০ (দুইশত) বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য উইন কোরেক্স উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ ৪৯৭ (চারশত সাতানব্বই) বোতল।

 

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

সাতক্ষীরা জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com