সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাত্র মেহেদী হাসান (১৩), তিনি বালুইগাছা গ্রামের মোঃ মনিরুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে মেহেদী হাসান নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদী হাসান ধুলিহর জাহানাবাজ হযরত আবু বক্কর সিদ্দিক কামিল মাদ্রাসায় চলতি শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল।
এই মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
https://www.kaabait.com