• রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৬:০২
সর্বশেষ :
নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক তালায় কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেবহাটার কোঁড়া ফোরকানিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিরতণ বাবুখালীর ইতিহাস ঐতিহ্য বইয়ের মোড়ক উন্মোচন ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া কর্ণফুলীতে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা পেল ১১৭জন যাত্রী উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বালুইগাছায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের গলায় দড়ি দিয়ে আ*ত্মহ*ত্যা

ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া

জিএম আমিনুল হক / ১৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে মানবকল্যাণ সংস্থার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ধুলিহর জাহানাবাজে মানবকল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মানবকল্যাণ সংস্থার সদর থানার সভাপতি এস এম রবিউল ইসলাম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য লিয়াকত হোসেন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শিক্ষক মোঃ আল কালাম আবু অহিদ বাবলু, ইলিয়াস হোসেন বাবু, মোহাম্মদ আলী, মাওলানা গোলাম হোসেন শাহীন, সেলিম হোসেন বাবু, বাবলু হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও সংগ্রামী এক নেত্রী। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি আজীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

 

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইয়াছিন আরাফাত।

 

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর মানবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইউনুছ আলী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com