• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:৩৮
সর্বশেষ :
প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ আশাশুনিবাসীর সঙ্গে পরিবর্তনের অঙ্গীকারে ডা. শহিদুল আলমের মতবিনিময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জামায়াত মনোনীত প্রার্থীর ছেলের মতবিনিময় সরকারি কেবিএ কলেজের শরীরচর্চা শিক্ষক খোকনের বিদায় সংবর্ধনা সিলগালা শ্যামনগরের বেসরকারি আনিকা প্রাইভেট ক্লিনিক বিডিএফ প্রেসক্লাবে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী সরুলিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক তালায় কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরকারি কেবিএ কলেজের শরীরচর্চা শিক্ষক খোকনের বিদায় সংবর্ধনা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের শরীরচর্চা শিক্ষক মো: সামছুল হুদা কবীর খোকন এর অবসরজনিত (পিআরএল) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

 

১১ সেপ্টেম্বর’২৫ বৃহস্পতিবার বেলা ১২ টা হতে শিক্ষক মিলনায়তনে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের দীর্ঘদিনের শরীরচর্চা শিক্ষক, কালিগঞ্জের বাসিন্দা, স্বণামধন্য ক্রীড়াবিদ, সুমিষ্টভাষী, রুচিশীলতা ব্যক্তিত্ব মো: সামছুল হুদা কবীর (খোকন)।

 

 

ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো: মনিরজ্জামান (মহসিন) এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন গণিত বিষয়ের প্রধান মো: আকরাম হোসেন, রসায়ন বিষয়ের প্রধান স্বপন কুমার মন্ডল, সমাজকর্ম বিষয়ের প্রভাষক মো: নাজমুল হুদা ডালিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এস এম ফিরোজ আহমদ, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক আলহাজ্জ মো: আমিনুর রহমান, ইসলামের ইতিহাসের প্রভাষক মোছা: আনোয়ারা খাতুন, জীববিজ্ঞানের শিক্ষক মো: আবু তালেব প্রমূখ।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পদার্থ বিষয়ের শিক্ষক মো: নাসিরউদ্দিন এবং গীতা পাঠ করেন প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলেজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধিত শিক্ষককে ফুলেল শুভেচছা, ক্রেস্ট ও উপহারসামগ্রী এবং ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে জায়নামাজ ও তজবি উপহার দেয়া হয়েছে।

 

সভাপতি অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী সহ সকল বক্তা বিদায়ী শিক্ষকের মার্জিত আচরণ, রুচিশীল পোশাক এবং আন্ত:কলেজ ফুটবল টুর্ণামেন্ট তথা ক্রীড়াক্ষেত্রে তার অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করেন।

 

এছাড়া আগামী দিনগুলোতে কলেজের ক্রীড়ার বিষয়ে যেকোনো ধরনের সহযোগিতার প্রত্যাশার পাশাপাশি তিনি অবসরকালীন জীবনে পরিবার পরিজন নিয়ে যাতে সুস্থভাবে থাকতে পারেন সেজন্য একে অপরের জন্য দোয়া করেন।

 

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের অন্যান্য বিভাগীয় প্রধান,শিক্ষক পর্ষদের কোষাধ্যক্ষ ও প্রভাষক শাহজাহান কবীর সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com