জামায়াত নেতা ও কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন জামায়াত নেতা ও কুষ্টিয়া-৩ আসনের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে বিএনপি নেতা পপপু তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই ঘোষণা দেন।
তিনি স্ট্যাটাসে লেখেন, ‘আমির হামজা তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’
পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। পোস্টের কমেন্টে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন।
আরো পড়ুন : ডুমুরিয়ায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে চার হাফেজকে পাগড়ী প্রদান
সাজেদুর রহমান পপপু বলেন, ‘আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান।
একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বিকৃত ও কুরুচিপূর্ণ মন্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না। তার এই বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে ঢুকতে দেওয়া হবে না।’
ওয়াজ মাহফিল মৌসুমে হামির হামজা ঝিনাইদহের ৬টি উপজেলা এবং জেলার বিভিন্ন ইউনিয়নে অসংখ্য মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশ নেন। কুষ্টিয়া ও ঝিনাইদহ পাশাপাশি জেলা হওয়ায় দুই জেলার মানুষের মধ্যে নিয়মিত যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং আত্মীয়তার সম্পর্ক রয়েছে।
মুফতি আমির হামজার এই মন্তব্য দুই জেলাজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
https://www.kaabait.com