পাবনা জেলায় অনুষ্ঠিত মহীয়সী’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও কবিতা উৎসবে সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের কবি কাজী আনিসুল হক হীরা।
‘কবিতার আবেশে বিশ্বলোক’ এই প্রতিপাদ্য নিয়ে কবি ও কবিতার সংগঠন ‘মহীয়সী সাহিত্য পাঠচক্র, পাবনা’ দিনব্যাপী ‘মহীয়সী’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কবিতা উৎসব-২০২৬’ পাবনা চরগড়গড়ি (বিশ্বকুটির) মিলনায়তনে ১৬ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ পথযাত্রা, সেমিনার, কবিকণ্ঠে কবিতাপাঠ, সম্মাননা প্রদানসহ উৎসব উদ্বোধন করেন দেশবরেণ্য কবি, প্রাবন্ধিক ও গবেষক মজিদ মাহমুদ। মহীয়সী সাহিত্য পাঠচক্র, পাবনা এর সভাপতি রেহানা সুলতানা শিল্পীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ মান্নান।
উদ্বোধন ও বিভিন্ন পর্বে সম্মানিত অতিথি থেকে বক্তব্য দেন কবি ও প্রাবন্ধিক শাহ সানাউল হক, বগুড়া লেখকচক্র সভাপতি-কবি ইসলাম রফিক, কবি ও গবেষক ড. মোহাম্মদ আব্দুর রউফ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক মাহবুবুল হক দুদু, কবি ও সম্পাদক কামরুল বাহার আরিফ, কবি ও সংগঠক অধ্যাপক হাসানুজ্জামান, কবি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, মহীয়সী সাহিত্য পাঠচক্র’র উপদেষ্টা আলতাফ হোসেন, কবি ও গবেষক ড. শামীম আরা, কথাশিল্পী হেনা সুলতানা, কবি ও সম্পাদক শফিক সেলিম, কবি হাসনাইন হীরা, কবি হাবিবুল ইসলাম তোতা, কবি আতাউর রহমান, কবি ও সংগঠক সাকিল মাসুদ, কবি ও শিশুসাহিত্যিক নুরুল ইসলাম বাবুল, কবি ও ছড়াকার এস এম খলিল বাবু, কবি শামছুন নাহার, কবি সুলতানা রিজিয়া, কবি ফারহানা ম্যাম, কবি নিগার সুলতানা, কবি শামীমা সীমা ও কবি মেহেনাজ পারভীন।
কবিকণ্ঠে কবিতাপাঠ করেন ই.ম শহীদুল ইসলাম, কবি যাহিদ সুবহান, সাইফ আব্দুর রাজ্জাক, কবি আলমগীরুল নিউটন, কবি জাহিদ রিপন, কবি মরিয়ম বেলারুশী, কবি মো. শফিউল্লাহ, কবি মোহাম্মদ আলী, কবি সাইদা আখতার কল্পনা, কবি নন্দিনী আরজু, কবি রোখসানা পারভীন, কবি গোধূলি সেলিম, কবি সিরাজুল ইসলাম, কবি ইমাম মেহেদী, কবি রকিবুল ইসলাম রাতুল, আতাউর রহমান বাবলু, আব্দুল গোফ্ফার। অনুষ্ঠান শেষে এ বছর শিল্প সাহিত্যে অবদানের জন্য ছয়জন গুণীজনকে “মহীয়সী সাহিত্য সম্মাননা ও দুইজনকে ‘সেলিনা পারভীন বকুল স্মৃতি সম্মাননা-২০২৬’ প্রদান করা।
কবিতায় তানভীর আহমেদ হৃদয়, কথাসাহিত্যে রোকেয়া ইসলাম, প্রবন্ধ ও গবেষণায় খৈয়াম কাদের, শিশুসাহিত্য মুসতাফা আনসারী, সাংগঠনিক লুৎফর রহমান, লিটল ম্যাগাজিন (কবিতার কম্পাস) সম্পাদক কাজী আনিসুল হক এবং স্ব-সাংগঠনিক শামীমা সীমা ও সাইদা আখতার কল্পনা।
দিনব্যাপী অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও বাচিকশিল্পী সালেক শিবলু, কবি ও বাচিকশিল্পী সিকতা কাজল, কবি মমতাজ রোজ কলি ও কথাসাহিত্যিক যাযাবর জিয়া। অনুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা অংশ নেন।
https://www.kaabait.com