• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:২৬
সর্বশেষ :
জনসভায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী হাবিব, শারীরিক অবস্থার উন্নতি সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির প্রয়াত পাঁচ সদস্যের পরিবারের মাঝে মৃত্যুকালীন চেক হস্তান্তর সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে ইসি সাতক্ষীরা সদর থানার অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাসহ ৭ আসামি আটক পাটকেলঘাটা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা না.গঞ্জে হজযাত্রীদের ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন মুশিউর রহমান ডুমুরিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সাথে নির্বাচনী সভা কলারোয়ায় জনসভায় হাবিবুল ইসলাম হাবিব, সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস কেউ ঝগড়া পাঁকাতে আসলে ছেড়ে দেওয়া হবে না: ডাঃ শফিকুর রহমান

সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির প্রয়াত পাঁচ সদস্যের পরিবারের মাঝে মৃত্যুকালীন চেক হস্তান্তর

জিএম আমিনুল হক / ৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে সমিতির প্রয়াত পাঁচ সদস্যের পরিবারের মাঝে মৃত্যুকালীন সঞ্চিত ফান্ডের চেক হস্তান্তর করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দুপুর ৩টায় সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির নিজস্ব কার্যালয়ে কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রয়াত সদস্য আব্দুল হাকিম ঢালী, আব্দুল্লাহ কবির, জি এম রেজাউল করিম, আব্দুল গনি ও আব্দুল হান্নানের সঞ্চিত ফান্ডের সমপরিমাণ অর্থের চেক তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

 

উল্লেখ্য, প্রয়াত পাঁচজনই সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির নিয়মিত কর্মরত সদস্য ছিলেন। তারা অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন।

 

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাচিত সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলু, সহ-সভাপতি আব্দুর রহমান ও তারক চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সাবেক সভাপতি আব্দুল হান্নান ও আব্দুর রহমান, সিনিয়র সদস্য জি এম রুহুল আমিন, আব্দুর রাজ্জাক ও হায়দার আলী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ এম শফিকুল ইসলাম, সদস্য গোলাম রব্বানী আলম, আব্দুস সামাদ, বিধান চন্দ্র মণ্ডল, মেহেদী হাসান, জি এম আমিনুল হকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত সদস্যদের অবদানের কথা স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সমিতির কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com