• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২
সর্বশেষ :
৩২ বছরে দৈনিক পত্রদূত: ব্যাংদহায় প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ ভোটে নিরাপত্তা নিয়ে শংকা নেই, উৎসবমুখর দিন হবে ইনশাল্লাহ : জেলা প্রসাশক আফরোজা আখতার নির্বাচিত হলে আপনার প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা: ড. মনিরুজ্জামান সাতক্ষীরায় ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্টে দুই যুবকের মৃত্যু মফস্বলের সাংবাদিকতা বনাম বাস্তবতা : আহসান রাজীব সাতক্ষীরা-২ আসনের অলিগলিতে ঘুরে ভোট চাচ্ছেন সাবেক এমপি আশরাফুজ্জামান আশু কৃষ্ণনগরে ফুটবল প্রতীকের জনসভায় নজরকাড়া উপস্থিতি দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরায় বিএনপির ২২ নেতাকর্মী বহিষ্কার আশাশুনিতে আঘাতে নিহত মোটরসাইকেল চালক ইসমাইল হোসেনের জানাজা সম্পন্ন ডুমুরিয়ায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা

ভোটে নিরাপত্তা নিয়ে শংকা নেই, উৎসবমুখর দিন হবে ইনশাল্লাহ : জেলা প্রসাশক আফরোজা আখতার

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ভোট নিয়ে নিরাপত্তার কোন শংকা নেই। এবারের ভোটকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার উদ্যোগ নেয়া হয়েছে। জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটগনের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমান আদালত মাঠে সক্রিয় থাকবে। দেশের মালিকরা যাতে নির্বিঘে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। সার্বিক অবস্থা মিলিয়ে সকলের অংশগ্রহনে এবারের নির্বাচনের দিনটি হবে অত্যন্ত উৎসবমুখর।

 

সাতক্ষীরার শ্যামনগরে ভোটার উদ্বুদ্ধকরণ ও সচেতনতামুলক নারী সমাবেশে কথাগুলো বলেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

 

সহকারী রিটার্নিং অফিসার ও মহিলা বিষয়ক অধিপ্তর শনিবার বিকাল তিনটায় উপজেলার ৬৯ নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সমাবেশের আয়োজন করে।

 

সহকারী রিটার্নিং অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে রিটার্নিং অফিসার আরও বলেন, ১৪শ এর বেশী মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার ছাত্র-তরুন-সাধারণ মানুষ পঙ্গুত্ত্ব বরণ করেছেন। আগের ধারা যেন আবারও ভবিষ্যত প্রজম্মের জীবনে ফিরে না আসে সেজন্য দেশের প্রকৃত মালিক এই সাধারণ মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এসময় তিনি শ্যামনগরের প্রতিটি ভোটারের প্রতি ইতিহাসের স্বাক্ষী হওআর আহবান জানান।

 

নারীদের পিছিয়ে রেখে দেশের অগ্রগতি সম্ভব না- উল্লেখ করে তিনি আরও বলেন, কেন্দ্রে কিংবা পথিমধ্যে কেউ প্রভাবিত করার চেষ্টা করলে ভ্রাম্যমান আদালতে জানাবেন। স্বাক্ষী প্রমান নিয়ে ঘটনাস্থলে আদালত বিচার করে সেই অপরাধীর সাজা নিশ্চিত করবে।

 

নির্বাচনের চারদিন আগে থেকে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে জানিয়ে তিনি আরও বলেন চলাচলে অক্ষম ব্যক্তিরা ন্যনতম ২ বছর বয়সী নিকটতম কোন স্বজনের সহায়তায় ভোট দিতে পারবে, কিন্তু কোন প্রার্থীর এজেন্টের সহায়তা নিতে পারবে না।

 

গনভোটের বিষয়টি উল্লেখ করে রিটার্নিং অফিসার বলেন, দেশের চাবি এখন জনগনের হাতে। তাই সংস্কারের বিষয়ে তারাই সিদ্ধান্ত নেয়ার অধিকারী। বুথে প্রবেশের পর দু’টি ব্যালট দেয়া হবে- জানিয়ে তিনি আরও বলেন নির্দিষ্ট ব্যালট তার জন্য নির্ধারিত দুটি বাক্সে ফেলতে হবে এবং কেন্দ্রে যাতায়াতের প্রার্থীর সরবরাহ করা যান ব্যবহারে বিরত থাকতে হবে। এছাড়া সকাল সাতটার মধ্যে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার পাশাপাশি ভোটর উপস্থিতি বেশী হওয়ার কারনে লম্বা লাইন হবে বিধায় সাথে পানি রাখার আহবান জানান। এমনকি ভোটের পর কেউ অত্যাচার বা ভয়ভীতি দেখানোর চেষ্টা করলেও তিনি ভ্রাম্যমান আদালত ও সহকারী রিটার্নিং অফিসারকে অবহিত করার অনুরোধ করেন।

 

উপজেলার ঈশরীপুর ইউনিয়নের বিভিন্ন প্রান্তের শত শত নারীর উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আরেফিন জুয়েল, সহকারী পুলিশ সুপার(কালিগঞ্জ সার্কেল) রাজিব ও ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান সফিউল আযম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com