• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪
সর্বশেষ :
৩২ বছরে দৈনিক পত্রদূত: ব্যাংদহায় প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ ভোটে নিরাপত্তা নিয়ে শংকা নেই, উৎসবমুখর দিন হবে ইনশাল্লাহ : জেলা প্রসাশক আফরোজা আখতার নির্বাচিত হলে আপনার প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা: ড. মনিরুজ্জামান সাতক্ষীরায় ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্টে দুই যুবকের মৃত্যু মফস্বলের সাংবাদিকতা বনাম বাস্তবতা : আহসান রাজীব সাতক্ষীরা-২ আসনের অলিগলিতে ঘুরে ভোট চাচ্ছেন সাবেক এমপি আশরাফুজ্জামান আশু কৃষ্ণনগরে ফুটবল প্রতীকের জনসভায় নজরকাড়া উপস্থিতি দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরায় বিএনপির ২২ নেতাকর্মী বহিষ্কার আশাশুনিতে আঘাতে নিহত মোটরসাইকেল চালক ইসমাইল হোসেনের জানাজা সম্পন্ন ডুমুরিয়ায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা

৩২ বছরে দৈনিক পত্রদূত: ব্যাংদহায় প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ

জিএম আমিনুল হক / ১৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

স্মৃতির খেরোখাতা ওল্টাতে ওল্টাতে ৩২ বছরে পা রাখল বীরমুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীন প্রতিষ্ঠিত দৈনিক পত্রদূত। তিন দশকের বেশি সময় ধরে গণমানুষের কথা তুলে ধরার এই আলোকবর্তিকা শনিবার (৩১ জানুয়ারি) সকালে কেক কাটা ও স্মৃতিচারণমূলক আলোচনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে।

 

প্রবীণ শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার সন্তোষ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এস এম শহীদুল ইসলাম। বক্তারা তাঁদের বক্তব্যে মফস্বল সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরেন।

 

প্রধান অতিথির বক্তব্যে এসএম শহীদুল ইসলাম বলেন, “একটি স্থানীয় পত্রিকা যখন তিন দশক পার করে, তখন সেটি কেবল ব্যক্তির প্রতিষ্ঠান থাকে না, তা এলাকার দর্পণ হয়ে ওঠে। ৩২ বছরে পদার্পণের এই সাফল্য গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থারই প্রতিফলন।”

 

বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম, আশাশুনি উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান ও প্রেসক্লাব সভাপতি এস কে হাসান বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই একটি সংগঠন দীর্ঘজীবী হয়। দৈনিক পত্রদূত সেই ধারা অব্যাহত রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুন ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত ডেনিশ, ফিংড়ি প্রেসক্লাব সভাপতি মো. জিয়াউর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান এবং দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হক।
অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি এই আনন্দযাত্রায় সামিল হয়েছিলেন স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ বাছাড়, ব্যাংদহা বাজার কমিটির সভাপতি মো. আব্দুর রশিদ রেজা, ইউপি সদস্য কৃষ্ণপদ সরকারসহ এডিএস প্রেসক্লাবের সদস্য মো. ইসাহাক আলী ও মো. শিহাব উদ্দীন অনুষ্ঠানে অংশ নেন।

 

এডিএস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু ছালেকের সঞ্চালনায় আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। এ সময় ৩২ বছরের দীর্ঘ পথচলার স্মৃতিচারণে আবেগপ্রবণ হয়ে পড়েন সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com