• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:৪৪
সর্বশেষ :
তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক আওয়ামীলীগ নেতার নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা ডুমুরিয়ায় ব্যাবসায়ী সম্মেলন দেবহাটায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী বিএনপি ছেড়ে অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে ডুমুরিয়ায় ফুলকপির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতি প্রস্তুতিকালে আটক ২ বাউখোলায় ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি: কাজী আলাউদ্দিন খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী

‘৫৭০’ অবশেষে সেন্সর ছাড়পত্র পেল

প্রতিনিধি: / ২৩২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: জাতীয় শোক দিবস ঘিরে ২০২০ সালে নির্মিত হয়েছিল একটি বিশেষ চলচ্চিত্র। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর কয়েক ঘণ্টার বর্ণনা উঠে আসবে ‘৫৭০’ নামের এই ছবিটির মাধ্যমে। আশরাফ শিশিরের নির্মাণে এতে মূল চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। প্রায় তিন বছর আগে শুটিং হওয়া সেই সিনেমাটি গত ৬ মাস আটকে থাকার পর বেশ কিছু দৃশ্য কর্তন সাপেক্ষে সেন্সর ছাড়পত্র পেয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেছেন আশরাফ শিশির। জানালেন, গত রোববার ফেব্রæয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় ‘৫৭০’। নির্মাতা বলেন, ‘সেলুলয়েডের পর্দায় সেই মর্মান্তিক দিনটিকে তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এই ছবিটির মাধ্যমে। যেখানে উঠে আসবে, বঙ্গবন্ধু হত্যা পরবর্তী ৩৬ ঘণ্টার প্রতিটি মুহূর্ত। প্রায় ছয় মাস আটকে থাকার পর অবশেষে সিনেমাটি ছাড়পত্র পেয়েছে। এটাই আপাতত আনন্দ।’ এতে বঙ্গবন্ধুর লাশ বহন করা সেনাবাহিনীর একজন সৈনিক চরিত্রে দেখা যাবে বাপ্পী চৌধুরীকে। মূলত তার উপস্থিতিতেই হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর রক্তাক্ত মরদেহ ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় টুঙ্গিপাড়ায়। এতে আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, কাজী রাজু, সুমনা সোমা, সুজাত শিমুল, এলিনা শাম্মীসহ একঝাঁক শিল্পী। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে সিমরিন লুবাবা, তাসিন, তাজিম, তাঈফ, নির্ঝর বিশাল প্রমুখ। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সিনেবাজ ফিল্মস। ‘৫৭০’-এর থিম সংগীত রচনা করেছেন আশরাফ শিশির, কণ্ঠ দিয়েছেন ওয়ারফেজের প্রাক্তন লিড ভোকাল মিজান রহমান। ছবিটি মুক্তি পাচ্ছে ১৭ মার্চ অথবা ১৫ আগস্ট।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com