• রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩০
সর্বশেষ :
তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা সভা দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার সমাপনী উত্তরণের উদ্যোগে ফরিদপুরে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনিত এ্যাড নিতাই রায় চৌধুরী শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাড়িতে হামলা মামলায় আরও ১জন গ্রেপ্তার পরকীয়া প্রেমের জেরে সাতক্ষীরার গোয়ালপোতায় যুবককে নি*র্যা*তন করার অভিযোগ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আইজিপি এনসিপি ছাড়লেন তাসনিম জারা ফতুল্লার ক্যালিক্স প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

কিয়ারা হচ্ছেন রণবীরের নায়িকা ‘ডন’ সিনেমায়

প্রতিনিধি: / ২৪২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: শাহরুখ খানকে সরিয়ে ডনের চেয়ার দখল করেছেন রণবীর সিং। ডন থ্রির ঘোষণার পর থেকেই দারুণ উচ্ছ¡সিত রণবীরের ভক্তরা। তবে কৌথূহল তুঙ্গে ছিল ডনের নায়িকা নিয়ে। ডন ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে ডন থ্রিতে যেমনটা নেই শাহরুখ, তেমনি নেই প্রিয়াঙ্কাও। তবে প্রিয়াঙ্কার জায়গায় কে আসছে, তা নিয়েই ছিল তুমুল আলোচনা। অবশেষে সব জল্পনাকল্পনা দূর করে ডনের পর্দায় হাজির হচ্ছেন কিয়ারা আদভানি। বেশ জল্পনাকল্পনা ও আলোচনার পর ডনের নির্মাতারা জানালেন, কিয়ারাকেই দেখা যাবে রণবীর সিংয়ের বিপরীতে। এই সংবাদটি কিয়ারা নিজেও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। সঙ্গে জানিয়েছেন, ‘আইকনিক ডন ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে এবং এই অবিশ্বাস্য দলের সাথে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত! আমরা একসাথে এই দুর্দান্ত যাত্রা শুরু করতে যাচ্ছি, সঙ্গে আপনাদের ভালোবাসা এবং সমর্থন চাই।’ এদিকে ডন ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হওয়ায় দারুণ খুশি কিয়ারার অনুরাগীরা। একের পর এক মন্তব্য করে জানাচ্ছেন শুভেচ্ছা। কেউ বলছেন, ডনের জন্য কিয়ারাই সেরা পছন্দ। কারো মতে, এই চরিত্রটি হবে কিয়ারার ক্যারিয়ারের আইকনিক একটি চরিত্র। কিয়ারাকে ডন ইউনিভার্সে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করে এক্সে (টুইটার) পরিচালক ফারহান আখতারও একটি পোস্ট করেছেন। একটি স্বাগত টিজার পোস্ট করে ডন ফ্র্যাঞ্চাইজিতে কিয়ারাকে স্বাগত জানান এই নির্মাতা। ২০০৬ সালে মুক্তি পায় ফারহান আখতার পরিচালিত ‘ডন’, যেখানে শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, বোমান ইরানিকে দেখা গিয়েছিল। এটি সেরা এশিয়ান ফিল্মের খেতাব পায় সেই বছর। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চন অভিনীত ডনের রিমেক ছিল এটি। এরপর ২০১১ সালে আসে ‘ডন ২’। সেটাও বক্স অফিসে হিট করে। এবার ‘ডন ৩’ কেমন ফলাফল করে রণবীর-কিয়ারাকে নিয়ে, সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com