• সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:১১
সর্বশেষ :
তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা সভা দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার সমাপনী উত্তরণের উদ্যোগে ফরিদপুরে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনিত এ্যাড নিতাই রায় চৌধুরী শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাড়িতে হামলা মামলায় আরও ১জন গ্রেপ্তার পরকীয়া প্রেমের জেরে সাতক্ষীরার গোয়ালপোতায় যুবককে নি*র্যা*তন করার অভিযোগ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আইজিপি এনসিপি ছাড়লেন তাসনিম জারা ফতুল্লার ক্যালিক্স প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

সিলভার স্ট্যালোন প্রিয় সহকর্মীর মৃত্যুতে শোক জানালেন

প্রতিনিধি: / ৩৩২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘রকি’খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা কার্ল ওয়েদার্স। ১ ফেব্রæয়ারি মৃত্যুবরণ করেন এই বর্ষীয়ান অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা হলিউড। বিশ্বজুড়েও অগণিত ভক্ত রয়েছে ওয়েদার্সের। ‘রকি’খ্যাত সিলভার স্ট্যালোন নিজেও ওয়েদার্সের ভক্ত। প্রিয় সহকর্মীর মৃত্যুতে শোক জানিয়ে স্ট্যালোন বললেন, তাঁর অভিনয় জীবনে ওয়েদার্সের অবদান অনেক। ওয়েদার্সের মৃত্যু খবর জানতে পেরে ‘রকি’ চলচ্চিত্রে তাঁর সহ-অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেন। সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন স্ট্যালোন এবং নিজের সাফল্যের জন্য ওয়েদার্সকে কৃতিত্বও দিয়েছেন তিনি। রিংয়ে একসঙ্গে কাটানো সময়ের কথাও স্মরণ করেন অভিনেতা। স্ট্যালোন লিখেছেন, ‘গতকাল আমরা একজন কিংবদন্তীকে হারিয়েছি। যেদিন আমি কার্ল ওয়েদার্সের সাথে দেখা করেছি সেদিন থেকে আমার জীবন চিরতরে বদলে গেছে। যখন সেই ঘরে তিনি প্রথম প্রবেশ করেছিলেন এবং আমি তাকে প্রথমবার দেখেছিলাম, আমি তাঁর মহত্ব দেখেছিলাম। তখন আমি বুঝতে পারিনি যে তিনি কতটা দুর্দান্ত। আমার সাফল্যে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’ নিজের দীর্ঘ শোকবার্তায় স্ট্যালোন আরো বলেন, ‘তিনি একেবারে উজ্জ্বল ছিলেন। তাঁর কণ্ঠস্বর, তাঁর আকার, তাঁর শক্তি, তাঁর ক্রীড়া ক্ষমতা অসাধারন। কিন্তু তারচেয়েও গুরুত্বপূর্ণ তাঁর হৃদয়, তাঁর আত্মা।’ কার্ল ওয়েদার্স, যিনি সিলভেস্টার স্ট্যালোনের বিপরীতে প্রথম চারটি ‘রকি’ সিনেমায় অ্যাপোলো ক্রিডের চরিত্রে অভিনয় করেছিলেন। সত্তরের দশকের শেষ থেকে আশির দশক পর্যন্ত অনেকগুলো অ্যাকশন চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। স¤প্রতি ‘স্টার ওয়ার্স’ সিরিজে গ্রিফ কারগা চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় ছিলেন তিনি। ‘দ্য ম্যানডালোরিয়ান’-এর জন্য এমি-তে মনোনয়নও পেয়েছেন অভিনেতা। তাঁর উল্লেখযোগ্য টিভি সিরিজের মধ্যে রয়েছে ‘স্ট্রিট জাস্টিস’, ‘কলোনি’, ‘দ্য শিল্ড’, ‘শিকাগো জাস্টিস’ এবং ‘ব্রাদার্স’ ইত্যাদি। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘বাকটাউন’, ‘ফ্রাইডে ফস্টার’ এবং ‘গুড টাইমস’ ও ‘কুং ফু।’

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com