• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:০০
সর্বশেষ :
তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক আওয়ামীলীগ নেতার নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা ডুমুরিয়ায় ব্যাবসায়ী সম্মেলন দেবহাটায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী বিএনপি ছেড়ে অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে ডুমুরিয়ায় ফুলকপির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতি প্রস্তুতিকালে আটক ২ বাউখোলায় ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি: কাজী আলাউদ্দিন খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী

তৌসিফ মাহবুব চিরতরুণ থাকতে চান

প্রতিনিধি: / ২০০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

বিনোদন: ভালোবাসা দিবসের নাটকের ব্যস্ততা পেরিয়ে এখন ঈদের নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তৌসিফ মাহবুব। অভিনেতার সঙ্গে কথা বলেছেন হৃদয় সাহা। ২০১৩ সালের ভালোবাসা দিবসে আদনান আল রাজীবের টেলিছবি ‘অ্যাট ১৮—অলটাইম দৌড়ের ওপর’-এ প্রথম অভিনয় করেছিলেন তৌসিফ। দেখতে দেখতে অভিনয়ে ১১ বছর পার করলেন। তৌসিফ বলেন, ‘আমি আসলে সব সময় নিজেকে নতুন ভাবতে চাই, শিখতে চাই। তবে এ পর্যন্ত যতটুকু অর্জন, তাতেই আমি সন্তুষ্ট। আমি অবশ্য অল্পতেই তুষ্ট হই। ফেব্রæয়ারি এলেই আমার অভিনয়ের বয়স বাড়তে থাকবে, তবে আমি সব সময় চিরতরুণ থাকতে চাই, সিনিয়র হতে চাই না। ’ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হাফ ডজন নাটকে অভিনয় করেছেন। কোনটায় কেমন সাড়া পেলেন তৌসিফ? “আশা ছিল ‘আনারকলি’র জন্য বেশি সাড়া পাব, কিন্তু পেয়েছি ‘সে আমার আপনজন’-এ। এই নাটকটির জন্যও সমান কষ্ট করেছিলাম। এ ছাড়া ‘মন দুয়ারে’ করেও ভালো সাড়া পেয়েছি”, বললেন তৌসিফ। হাসিব হোসেন রাখির আরেকটা নাটকেও ফারিণের সঙ্গে দেখা গেছে তৌসিফকে—‘তুমি আছো হৃদয়ে’। ‘সুন্দর সহজ রোমান্টিক গল্পের নাটক। কিন্তু প্রত্যাশানুযায়ী সাড়া পাইনি। ইউটিউবের কিছু ফর্মুলা আছে। কোনো নাটক কমেডি দৃশ্য দিয়ে শুরু হলে দেখা যায় ভিউ বেশি পায়। এ নাটকের গল্পের সঙ্গে কমেডি যায় না, তাই ভিউ কম। তবে যাঁরা দেখেছেন, প্রশংসাই করেছেন’, বললেন তৌসিফ। একসময় ব্যান্ড দল ‘দ্য ম্যানেজার’-এর সদস্য ছিলেন তৌসিফ মাহবুব। ছিলেন বেজ গিটারে। দলের সঙ্গে কনসার্টও করেছেন। স¤প্রতি ‘ও অন্তরা’ নাটকের জন্য কক্সবাজারে কনসার্টের আয়োজন করতে হয়েছিল। সেখানে গায়ক হিসেবে ছিলেন স্বয়ং তৌসিফ। অভিনয় করতে গিয়ে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করে অভিনেতা বলেন, ‘ঠিক যেন ১১ বছর আগের দিনগুলোতে ফিরে গিয়েছিলাম। আমার তখনকার মিউজিশিয়ান বন্ধুরা সবাই এখন জনপ্রিয়। তাদের সঙ্গে দেখা হলে বলে, তুমি এখন অভিনেতা হয়ে গেছ, গান ভুলে গেছ। এই নাটকের জন্য একেবারে সত্যিকার কনসার্টের মতো করে সব আয়োজন করা হয়েছিল। স্টেজ থেকে শুরু করে সব—আমিই নির্দেশনা দিয়েছি, যেহেতু আমার অভিজ্ঞতা আছে। আমি যে অভিনেতা, শুটিংয়ের সেই দুই-তিন ঘণ্টা সেটা ভুলেই গিয়েছিলাম। নাটকটি মুক্তি পেলেই দর্শক বুঝতে পারবে।’ সহকর্মীদের অনেকেই ওটিটিতে প্রশংসিত হয়েছেন। তৌসিফেকে সেভাবে পাওয়াই গেল না এই মাধ্যমে। গত বছর শিহাব শাহীনের একটি ওয়েব ছবিতে অভিনয়ের গুঞ্জন উঠেছিল, শেষ পর্যন্ত করা হয়নি। তৌসিফ বলেন, ‘এরপর আরো তিনটি কনটেন্টের অফার এসেছিল। এমনকি আমি যেসব নির্মাতার সঙ্গে কাজ করতে চাই, তাঁদের কাছ থেকেও প্রস্তাব এসেছিল, কিন্ত গল্প পছন্দ হয়নি আমার।’ পরের সপ্তাহে নতুন নাটক ‘শুভ্র’ আসবে। নাটকের নাম পরিবর্তন হতে পারে। ঈদের নাটকের শুটিং শুরু করে দিয়েছেন। “এবার কম কাজ করব। যেটাই করব, সময় নিয়ে করব, এই প্রতিজ্ঞা করেছি। আশিকুর রহমান ভাইয়ের ‘স্মৃতিস্মারক’-এ অভিনয় করব, এখানেও আমার সহশিল্পী তাসনিয়া ফারিণ। আমাদের পুরনো একটি সুন্দর কাজ ‘গর্ভ’ আসতে পারে। এ ছাড়া জাহিদ প্রীতম, জাকারিয়া সৌখিন, মাসরিকুল আলমের পরিচালনায় ঈদের নাটক করব”, বললেন তৌসিফ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com