• রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫
সর্বশেষ :
নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আইজিপি এনসিপি ছাড়লেন তাসনিম জারা ফতুল্লার ক্যালিক্স প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় তীব্র শীতে নাজেহাল খেটে খাওয়া মানুষ তালায় সাবেক ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল জলিলের মৃত্যু ধুলিহর সুপারীঘাটায় তালিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন ঢাকা ৮ আসনে লড়তে চান শহীদ হাদির বোন মাসুমা ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ওসমান হাদি হত্যা : জবানবন্দি দিলেন প্রধান প্রত্যক্ষদর্শী রিকশাচালক তারেক রহমানের সমাবেশ ঘিরে এ আই ছবির ছড়াছড়ি

হিউং ওরফে ভি নতুন গান নিয়ে আসছে

প্রতিনিধি: / ১৭৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

বিনোদন: বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণে রয়েছেন বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএসের সব তারকা। জাংকুক থেকে জিমিন, ভি- সবাই এখন সেনাবাহিনীর পোশাকে দেশের সেবায় নিয়োজিত। তবে এরই মধ্যে বিটিএস ভক্তদের জন্য নতুন গান উপহার দিচ্ছেন কিম তাই-হিউং ওরফে ভি। পপ-সোল আরঅ্যান্ডবি ঘরানার একটি প্রেমের গান আসতে চলেছে এই গায়কের। আগামী ১৫ মার্চ দুপুর ১টায় ‘ফ্রেন্ডস’ শিরোনামের গানটি প্রকাশিত হবে বলে জানিয়েছে ভির এজেন্সি বিগ হিট মিউজিক। বৈশ্বিক ফ্যান কমিনিউটি প্ল্যাটফরম উইভার্সে গানের কয়েকটি টিজার প্রকাশ করেছে বিগ হিট মিউজিক। এদিকে ভির নতুন গান প্রকাশের ঘোষণায় উচ্ছ¡সিত বিটিএস ভক্তরা। অনেকের ধারণা যে এটি ‘ফ্রেন্ডস’ গানটির একটি এক্সটেনশন, যা জিমিন এবং ভি একসঙ্গে তৈরি করেছেন। গানটির শিরোনামে ‘শেষ’ (ঊহফ) শব্দটি মার্ক করে দেওয়ায় অনেকে আবার সেটি নিয়েও ভিন্ন ভিন্ন তত্ত¡ দাঁড় করাচ্ছেন। তবে সবার অপেক্ষা এখন গানটির মুক্তিকে ঘিরে। গত বছর ভি তার প্রথম একক অ্যালবাম ‘লেওভার’ প্রকাশ করেছে। ওই অ্যালবামে মোট ছয়টি গান রয়েছে। বিটিএসের অন্যতম এই সদস্য ইতিমধ্যে বেশ কয়েকটি একক ট্র্যাক মুক্তি দিয়েছেন, যা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। ‘সিঙ্গুলারিটি’ (লাভ ইওরসেলফ : টিয়ার) এবং ‘স্টিগমা’ (উইংস)-এর মতো গানগুলো তাঁর একক নৈপুণ্যকে তুলে ধরেছে বারবার। ব্যারিটোন কণ্ঠ, হৃদয়গ্রাহী গান এবং ক্যারিশম্যাটিক মঞ্চ উপস্থিতি তাকে বিশ্বব্যাপী ভক্তদের কাছে প্রিয় করে তুলেছে। এবার নতুন গানে নিজেকে নতুন করে চেনাতে চলেছেন এই গায়ক। বর্তমানে সামরিক প্রশিক্ষণে আছেন বিটিএস তারকা ভি। প্রশিক্ষণে যোগ দেওয়ার আগে গত বছরের ডিসেম্বরে গানটি রেকর্ড করেন তিনি। আগামী বছরের ১০ জুন তাঁর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা। এর আগে বিটিএস তারকারা জানিয়েছেন, ২০২৫ সালে তারা সবাই ফের একত্রিত হবেন এবং ভক্তদের মাঝে ফিরে আসবেন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com