• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৪৩
সর্বশেষ :
দেবহাটার ইছামতি নদীতে জালে ধরা পড়লো বিশাল এক কচ্ছপ ডুমুরিয়ায় তিন বছরের শিশু ধ র্ষ ণের অভিযোগে ধ র্ষ ক আটক কালিগঞ্জের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ২০৩ কিমি সীমান্তে বিজিবির টহল জোরদার, সহায়তায় প্রস্তুত এলাকাবাসী কৃষ্ণনগরে চোর-চক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার সম্পদ লুট শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষন শ্যামনগরে সরকারি জায়গা দখলের হিড়িক, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কালিগঞ্জের বিষ্ণুপুরে শত্রুতার জেরে বৃক্ষ নিধন করেছে দূ র্বৃ ত্তরা শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সাংবাদিককে কারাদন্ড দেওয়া সেই ইউএনওকে অবশেষে রংপুরে বদলী

আশা ভোঁসলের নাতনি বলিউডে পা রাখছেন

প্রতিনিধি: / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

বিনোদন: সুরের সম্রাজ্ঞী আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে বলিউডে অভিষেক করতে চলেছেন। সন্দীপ সিং পরিচালিত দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করবেন জানাই। নাতনির এখবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সন্দীপ সিং এর দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ সিনেমায় ছত্রপতি শিবাজী মহারাজের শত্রæ রানি সাই বাইয়ের চরিত্রে অভিনয় করবেন আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে। আশা ভোঁসলে এক্স-এ একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘আমি ভীষণ উচ্ছ¡সিত আমার নাতনি জানাই ভোঁসলেকে সিনেমার জগতের সঙ্গে যুক্ত হতে দেখে। ওকে নতুন সিনেমা দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ ছবিতে দেখা যাবে। আমি আশা করব ও এখানে ওর জায়গা তৈরি করতে সক্ষম হবে। ওকে আর সন্দীপ সিংকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’ এছাড়া কেবল আশা ভোঁসলে নন। এই ছবির পরিচালক নিজেও ভীষণ খুশি যে জানাই তার ছবির মাধ্যমেই ডেবিউ করতে চলেছেন। তিনি জানিয়েছেন, ‘আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি জানাইকে লঞ্চ করতে পেরে। ও নিজেই ছত্রপতি শিবাজী মহারাজের বংশধর, এবং একই সঙ্গে ওর যোগ আছে আরও একটি দুর্দান্ত পরিবারের সঙ্গে। লতা মঙ্গেশকর সম্পর্কে ওর ঠাকুমার বোন হন, আর আশা ভোঁসলে ওর নিজের ঠাকুমা। এই পরিচয়গুলো ছাড়া ও নিজেও দারুণ নৃত্যশিল্পী এবং পারফর্মার। আমি নিশ্চিত ও রানি সাই বাইয়ের চরিত্রটি দারুণ ভাবে পালন করবে।’ তিনি এদিন আরও জানিয়েছেন রানি সাই বাই শিবাজী মহারাজকে মানুষ এবং রাজা হিসেবে উন্নতি করতে অনেকটা সাহায্য করেছেন। দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ ছবিটি দারুণ ভাবে বানানো হচ্ছে। এই ছবিটি ২০২৬ সালের ১৯ ফেব্রæয়ারি ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তীর দিন মুক্তি পাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com