• মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩
সর্বশেষ :
শ্যামনগরে কপ৩০ পূর্ববর্তী আঞ্চলিক সংলাপ অন্তর্ভুক্তিমূলক জলবায়ু পদক্ষেপে নতুন প্রত্যাশা কে’য়া’ম’তের দিন মানুষ নিজের তিন পাশে যা দেখতে পাবে তালার মাগুরা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন আশাশুনিতে দৈনিক সাতক্ষীরার সকালের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন জুলাই সনদের ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে : মিয়া গোলাম পরওয়ার শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন হাবিবুল ইসলাম হাবিব ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন ধানদিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শাসক হতে চাই না জনগণের সেবক হতে চাই : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

মোংলায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করে গাছ কাটার অভিযোগ

প্রতিনিধি: / ২৭০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিনিধি বাগেরহাট: মোংলায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে ভূমি দখলকারী রবীন্দ্রনাথ মন্ডলের বিরুদ্ধে। এসময় বড় কয়েকটি গাছও কেটে নিয়ে যায় উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর মালগাজী এলকার মৃত আত্নারাম মন্ডলের ছেলে রাবিন্দ্রনাথ। তার বিরুদ্ধে মোংলা থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নান্টু কর্মকর নামে এক ব্যক্তি।
সোমবার (৫ ফেব্রুয়ারি) মোংলা থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা যায়, পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনাথ সড়কের মনিন্দ্র কর্মকারের ছেলে নান্টু কর্মকার দীর্ঘদিন ধরে পৈত্রিক সুত্রে শেহলাবুনিয়া মৌজায় বি আর এস-৩০০৫ নম্বর খতিয়ানে ৬৮৫৫ নম্বর দাগের ০.২৪৩০ একর জমিতে ভোগ দখল করে আসছেন। কিন্তু সেই জমি জোরপূর্বক অবৈধ দখল নিতে ভূমি দখলকারী রবীন্দ্রনাথ মন্ডল পায়তারা করছেন। এনিয়ে স্থানীয় শালিস বৈঠক হলেও তা মানেনি সে। একপর্যায়ে তার বিরুদ্ধে মোংলা উপজেলার সহকারী ভূমি অফিসে ১৫০ ধারায় মামলা করেন নান্টু কর্মকার। মামলা চলমান অবস্থাই সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ভূমি দখলকারী রবীন্দ্রনাথ মন্ডল তার সাঙ্গপাঙ্গ নিয়ে নান্টু কর্মকারের জমি জোরপূর্বক দখলে নিতে ওই বাড়ির বড় কয়েকটি গাছ কেটে নিয়ে যায়। এতে নান্টু কর্মকারের স্ত্রী সুলতা কর্মকার বাধা দিলে তাকে কুরুচিপূর্ণ গালিগালাজ করে লাঞ্ছিত করে রাবিন্দ্র। পরে তাকে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে বীরদর্পে ওই স্থান ত্যাগ করেন। পরে এ ঘটনায় মূলহোতা রাবিন্দ্রনাথ মন্ডলকে আসামি করে মোংলা থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নান্টু কর্মকার।
এবিষয়ে অভিযুক্ত রাবিন্দ্রনাথ মন্ডল দাবী করে বলেন, ওই জমি তার নিজের। তাই সে গাছপালা কেটে নিয়ে গেছেন। কাউকে লাঞ্ছিত করা এবং গালিগালাজ করা হয়নি।
মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম এ বিষয়ে অভিযোগ পেয়েছেন স্বীকার করে বলেন, তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com