• বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫
সর্বশেষ :
দেবহাটায় প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা শ্যামনগরে সরকারিভাবে নিলামকৃত জমি ও মৎস্য ঘের জো’র’পূর্বক দ’খ’লের চেষ্টা বাংলাদেশের প্রতিনিধি হয়ে ব্যাংককে স্পাইন কনফারেন্সে অংশ নিচ্ছেন ডা. পলাশ কালিগঞ্জে ইয়াবাসহ দুই মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক, কা’রাদ’ণ্ড বালিথায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক ব্যক্তির আ’ত্ম’হ’ত্যা শ্যামনগরে কপ৩০ পূর্ববর্তী আঞ্চলিক সংলাপ অন্তর্ভুক্তিমূলক জলবায়ু পদক্ষেপে নতুন প্রত্যাশা কে’য়া’ম’তের দিন মানুষ নিজের তিন পাশে যা দেখতে পাবে তালার মাগুরা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন আশাশুনিতে দৈনিক সাতক্ষীরার সকালের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

অপরিকল্পিতভাবে নির্মাণ করা হচ্ছে স্লুইচ গেট; গভীর খাদে ধ্বসে পড়লো যাতায়াতের রাস্তা; ব্যাহত যোগাযোগ ব্যবস্থা

প্রতিনিধি: / ১৬৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় স্লুইচ গেট নির্মাণ কাজের খাঁদে যাতায়াতের রাস্তা ধ্বসে পড়ায় বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। উপজেলার আলমতলা গড়ইখালী সড়কের বাইনতলা বাজার সংলগ্ন এলাকায় বিকল্প রাস্তা তৈরী না করেই স্লুইচ গেট নির্মাণ করছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। ফলে মঙ্গলবার বিকালে প্রায় ৭৫ ফুট রাস্তা নির্মাণ কাজের গভীর খাদে ধ্বসে পড়ে। এতে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর এলজিইডি’র তত্ত্বাবধায়নে বুধবার দিনভর সংস্কার করার পর রাস্তাটির সংযোগ স্থাপন করা গেলেও ভারি কোন যানবাহন যেতে পারছিল না। এর ফলে পাশ^বর্তী ব্রীজ নির্মাণ কাজের মালামাল সামগ্রী পরিবহন সহ যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বর্ষা মৌসুমের আগেই বিকল্প রাস্তা তৈরী সহ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বাইনতলা বাজার সহ আশপাশ এলাকা হুমকির মুখে পড়বে বলে ধারণা করছেন এলাকাবাসী। উল্লেখ্য, উপজেলার জনগুরুত্বপূর্ণ একটি সড়ক আলমতলা গড়ইখালী সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। এ সড়ক দিয়ে গড়ইখালী ইউনিয়নের বেশিরভাগ মানুষ এবং পাশ^বর্তী কয়রা সহ আশপাশ এলাকার বহুমানুষ চলাচল করে থাকে। এমনকি এ সড়ক দিয়ে সুন্দরবনের ভ্রমন পিপাসু মানুষও যাতায়াত করে থাকে। এ সড়কের মাঝেই দুটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ চলমান রয়েছে। যার একটি হচ্ছে বাইনতলা সংলগ্ন কড়ুলিয়া নদীর উপর নির্মাণ করা হচ্ছে এলজিইডি’র একটি নান্দনিক আধুনিক মানের ব্রীজ। ব্রীজ নির্মাণ এলাকা এবং বাইনতলা বাজার এর মধ্যবর্তী স্থানে নির্মাণ করা হচ্ছে বাইনতলা স্লুইচ গেট। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে উন্নয়ন ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজ করছে। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অপরিকল্পিতভাবে বিকল্প কোন রাস্তা তৈরী না করে জনগুরুত্বপূর্ণ যাতায়াতের প্রধান সড়কের পাশেই গভীর খাদ করে মাসের পর মাস ফেলে রেখেছে। ফলে মঙ্গলবার বিকালে যাতায়াতের রাস্তাটি গভীর খাদে ধ্বসে পড়ে। এর ফলে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। নছিমন চালক খড়িয়া গ্রামের কবিরুল ইসলাম জানান, এটি অত্র এলাকার অন্যতম একটি ব্যস্ততম সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন মালামাল পরিবহন সহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। রাস্তাটি ধ্বসে যাওয়ার ফলে বুধবার সকালে প্রাণহানী সহ চরম দুর্ঘটনার সম্মুখিন হয় একাধিক যানবাহন চালকরা। পথযাত্রী শফিউল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ডের মতো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান বিকল্প রাস্তা তৈরী না করে প্রধান সড়কের সাথেই এতো গভীর খাদ করে নির্মাণ কাজ করা সঠিক হয়নি। এর ফলে এমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ব্রীজ নির্মাণ কাজের সাহেব আলী জানান, সড়কটি ধ্বসে যাওয়ায় ব্রীজের মালামাল পরিবহন সহ নির্মাণ কাজ চরম ব্যাহত হয়। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড এবং এলজিইডি কতৃর্পক্ষকে অবহিত করা হয় এবং বুধবার সকাল থেকে এলজিইডি’র তত্ত্বাবধায়নে রাস্তাটি সংস্কার করা হয়। উপ—সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও স্বজল বিশ^াস জানান, বিষয়টি জানার পর আমরা দুই জন উপ—সহকারী প্রকৌশলী ঘটনাস্থলে উপস্থিতি থেকেই যাতায়াতের রাস্তাটি মেরামত করি। এমন খবর পেয়েছি এবং এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com