• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৫
সর্বশেষ :
তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক আওয়ামীলীগ নেতার নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা ডুমুরিয়ায় ব্যাবসায়ী সম্মেলন দেবহাটায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী বিএনপি ছেড়ে অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে ডুমুরিয়ায় ফুলকপির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতি প্রস্তুতিকালে আটক ২ বাউখোলায় ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি: কাজী আলাউদ্দিন খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী

মোশাররফ তানহা ঈদের ৯ নাটকে

প্রতিনিধি: / ১৯২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বিনোদন: একটি দুটি নয়, এবার ঈদে মোশাররফ করিম ও তানহা তাসনিয়ার ৯টি নাটক প্রচারিত হবে। ৯টি নাটকই নির্মাণ করেছেন তাইফুর জাহান আশিক। এরই মধ্যে সব কটি নাটকের শুটিং শেষ হয়েছে। নাটকগুলো হলো আল আমিন স্বপন রচিত ‘বাড়ি গাড়ি নারী’, ‘বউ সেটিং’, ‘আমি নার্ভাস’, ‘ফরেন লাভার’; সুজিত বিশ্বাস রচিত ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘পাওনাদার’, ‘চিরকুমার সংঘ’, ‘সত্য বলতে চাই’ এবং হারুন রুশো রচিত ‘চাকরিজীবী বউ’। তানহা তাসনিয়া বলেন, ‘এবার ঈদে একটি মাত্র সিরিজে অভিনয় করেছি। বাকি সব কাজই মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ ব্যাপার। তিনি খুবই প্রাণবন্ত থাকেন সেটে। অনেক কিছু শিখতে পেরেছি তাঁর কাছ থেকে। শুটিংয়ের সময় আমার আলসার ধরা পড়েছিল। মোশাররফ ভাই সব সময় আমার খোঁজ নিয়েছেন। আমার শারীরিক অসুস্থতা বুঝে তারপর শিডিউল দিয়েছেন নির্মাতাকে। তাঁর এমন ব্যবহার সব সময় মনে থাকবে।’ মোশাররফ করিম বলেন, ‘ঈদ উৎসবে একটি জুটির ৯টি নাটক একটি উল্লেখযোগ্য ব্যাপার। তানহা তাসনিয়া দারুণ করেছে। সে একজন পরিশ্রমী অভিনেত্রী। নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ সিরিয়াস। আমরা একটানা টিমের সঙ্গে কাজ করেছি। বলতে পারেন পরিবারের মতো সময় কাটিয়েছি। আশা করছি, নাটকগুলো দর্শকদের ভালো লাগবে।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com